দুঃসাহসীর দল
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৮ জানুয়ারি, ২০১৪, ০৪:২১:২৩ বিকাল

খুন রাঙা পথ ডাকছে তোমায়
আয়রে তরুণ দল
খালিদের সেই ঝাণ্ডা নিয়ে
চল এগিয়ে চল।
![]()
মিথ্যে মায়ার শক্ত বাঁধন
ছিন্ন করে আয়
ভিন্ন পথের পথিক মোরা
বিদ্রোহী গান গাই।
![]()
জুলুমশাহীর বাঁধার ভেড়ি
শক্ত পায়ে দল
বখতিয়ারে ঘোড়ার মত
চল এগিয়ে চল।
![]()
বুলেট বোমার টঙ্কারেতে
কিসের তোদের ভয়?
যায় যাবে যাক প্রাণটা তো
আর অমর কেউ নয়।
![]()
অলিক রঙিণ স্বপ্ন এসে
করবে নানান ছল
আযাযিলের কুমন্ত্রণায়
ভাঙ্গবে মনোবল?
![]()
‘আর কত ভাই শহিদ হবে
বিজয় কত দূর?’
তোদের বুকের রক্তস্রোতেই
আসবে নতুন ভোর।
![]()
মুক্ত প্রাণে উঠরে জেগে
দুঃসাহসীর দল
সব পিছুটান ছিন্ন করে
খোদার পথে চল।
![]()
বাঁশেরকেল্লায় এই কবিতাটি-
Click this link
বিষয়: সাহিত্য
১১৮২ বার পঠিত, ২৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন