এখনো উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হয়ে ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে না আসলে অদূর ভবিষ্যতে ইসলাম নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে -পীর সাহেব চরমোনাই

লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৮ জানুয়ারি, ২০১৪, ০৪:৩৩:৫১ বিকাল

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) বলেছেন, ইসলামের সাথে বৈরীতা করে ইতিহাসে কেউ রেহাই পায়নি বর্তমানে কেউ পাবে না। অভিশপ্ত নারী নেতৃত্বের কারণেই দেশে আল্লাহর গজব আসাই স্বাভাবিক। বর্তমান তাগুতি শাসন ব্যবস্থার পরিবর্তে ইসলামকে শ্রেষ্ঠত্ব প্রমাণে উলামায়ে কেরামগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আর উলামায়ে কেরাম যখন তাগুতের সহযোগী হয়ে যায় তখন ইসলামদ্রোহী শক্তিগুলো ইসলামের বিরুদ্ধে ঝেঁকে বসে।

তিনি তাগুতের সহযোগী ভূমিকা পরিহার করে ইসলামের পক্ষে কাজ করার জন্য উলামায়ে কেরামের প্রতি আহ্বান জানান।



তিনি আরো বলেন, ইসলামকে আজ জঙ্গি প্রমাণে মরিয়া একটি গোষ্ঠী। কিন্তু ইসলাম জঙ্গিবাদকে সমর্থন করে না। এখনো উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হলে এবং ইসলাম প্রতিষ্ঠায় এগিয়ে না আসলে অদূর ভবিষ্যতে ইসলাম নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক দেশ গড়ার লক্ষ্যে এবং গণ-মানুষের অধিকার আদায়ে আরো একটি সংগ্রামে উলামায়ে কেরামগণকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একটি বৈপ্লবিক পরিবর্তন ছাড়া এদেশের মানুষের ভাগ্যের কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়। পরিবর্তনের এই বিপ্লবের সূচনা করতে না পারলে জাতিকে আরো চরম খেসারত দিতে হবে।

কাজেই সকল হীনমন্যতা, সংকীর্ণতা আর ভয়-ভীতি ঝেড়ে ফেলে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে সাহসিকতার সাথে সম্মুখপানে আলেম-ওলামা ও ইমাম-খতীবদের এগিয়ে যেতে হবে।

গতকাল বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লার মেঘনা উপজেলা শাখার উদ্যোগে মেঘনার মাইনকারচরস্থ একটি মিলনায়তনে অনুষ্ঠিত উলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সভাপতি কাজী এম. রফিকুল ইসলাম। আলহাজ্ব কফিল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মু. মোবারক হোসেন, মুফতী মাওলানা তাজুল ইসলাম, মাওলানা সিরাজুল ইসলাম, ডা. আবদুল জলিল, মাওলানা মু. ইসহাক ও মাওলানা হাফেজ আল আমিন প্রমুখ।

বিষয়: বিবিধ

১৫৯৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

169017
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫৩
গেরিলা লিখেছেন : চোর মনা পির কি জিনিস I Don't Want To See I Don't Want To See I Don't Want To See Rolling on the Floor Rolling on the Floor
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
122832
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : গেরিলাদের মত নাস্তিক,মুরতাদ এবং সকল বাতিল শক্তির জন্য এক আতংকের নাম। Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
169020
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৮
বড়মামা লিখেছেন : একা এক একটা হরতান দিন আপনারা যদি না পারেন তাহলে শিবিরকে সমর্তন করেন।
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১২
122834
ইমরান ভাই লিখেছেন : এরা কাথায় আছে কাজে নাই মামাজি।
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২০
122842
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : অন্যের কাছে দন্যা দেওয়া রাজনীতি আমরা করি না।
শিবিরের মউদুদী আক্বিদা এবং ইসলাম পরিপন্হী কর্ম কান্ড পরিহার করলেই তো হয়।তাহলে তো সব আলেমরাই তাদের সমর্থন দেয়।
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২১
122843
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : ইমরান ভাই- আহলে হদসের কাজই হল বিভ্রান্তি ছড়ানো।
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৩৪
122851
ইমরান ভাই লিখেছেন : সব ছাইড়া ঝুলা পীরের কাঝে চলেন যাইগা।
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
পীরের তো শেষ নাই
ঝুলাপীর/ল্যাংটাপীর/শোয়াপীর/বসাপীর পীর আর পীর। মোশারফ করিম ও একটা নাকি নাটক করছে "শোয়াবাবা"।
পীরে শেষ করছে ইসলাম টারে বাংলাদেশে।

আর না পারলে তখন গালিগালাজ শুরু।
169027
২৮ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৪
ইমরান ভাই লিখেছেন : আসেন চরমনাই পীর থেকে তাওহীদ পুনরুদ্ধার করি ইমানের সাথে এখানে
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৮
122858
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তাওহীদ আহলে হদসের বাপ-দাদার সম্পত্তি ছিল।এখন চরমোনাই পীর নিয়ে গেছে।আসুন এখন আহলে হদসের সাথে তাওহীদ উদ্ধার করি।
আহলে হদসের এখন দলিল হল লম্পট মোশারফ করিমের নাটক।

হা হা আহলে খবিস।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২০
122927
ইমরান ভাই লিখেছেন : আহলে খবিস এর অর্থ শয়তানের অনুসারী এটা নিশ্চিত গালি যা আপনি ব্যাবহার করেছেন।
তাই আসেন দেখি গালিগালাজ করা ইসলাম কিবলে।
আর চিনে নেই মুনাফিক লক্ষন???

আব্দুল্লাহ ইবনে আমর (রা) হতে বণির্ত :নবী (সা) বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাটি মুনাফেক যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি লক্ষন থেকেই যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে ২. কথা বললে মিথ্যা বলে ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে ৪. বিবাদে লিপ্তহলে অশ্লিল ভাবে গালাগালি করে।
(সহিহ আল বুখারী, অধ্যায় মুনাফিকের লক্ষন, হাদিস নং-৩৪)

সহিহ হাদিস দিয়ে আপনার উত্তর দিলাম এর মাঝে সবারি শিক্ষা আছে। তাই সাবধান হউন। আর কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসুনএটাই সরল পথ। যাদিও আপনি আমার কথা শুনবেননা আমি যানি তার পরেও আপনাকে আহবান জানাচ্ছি।
169044
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৯
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আহলে খবিস-গালি আমি দিলাম,না আপনি দিয়েছেন। গোমড় লেংটা কইরা ছাড়ুম বৃটিশদের দালাল।অপেক্ষা কর।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:১৯
122925
ইমরান ভাই লিখেছেন : আহলে খবিস এর অর্থ শয়তানের অনুসারী এটা নিশ্চিত গালি যা আপনি ব্যাবহার করেছেন।
তাই আসেন দেখি গালিগালাজ করা ইসলাম কিবলে।
আর চিনে নেই মুনাফিক লক্ষন???

আব্দুল্লাহ ইবনে আমর (রা) হতে বণির্ত :নবী (সা) বলেন, চারটি স্বভাব যার মধ্যে বিদ্যমান সে হচ্ছে খাটি মুনাফেক যার মধ্যে এর কোন একটি স্বভাব থাকবে, তা পরিত্যগ না করা পর্যন্ত তার মধ্যে মুনাফিকের একটি লক্ষন থেকেই যায়। ১. আমানত রাখা হলে খেয়ানত করে ২. কথা বললে মিথ্যা বলে ৩. অঙ্গীকার করলে ভঙ্গ করে ৪. বিবাদে লিপ্তহলে অশ্লিল ভাবে গালাগালি করে।
(সহিহ আল বুখারী, অধ্যায় মুনাফিকের লক্ষন, হাদিস নং-৩৪)

সহিহ হাদিস দিয়ে আপনার উত্তর দিলাম এর মাঝে সবারি শিক্ষা আছে। তাই সাবধান হউন। আর কোরআন ও সহিহ হাদিসের দিকে ফিরে আসুনএটাই সরল পথ। যাদিও আপনি আমার কথা শুনবেননা আমি যানি তার পরেও আপনাকে আহবান জানাচ্ছি।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৯
123167
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সত্য জেনেও যারা চুপ থাকে তারা হল গঙ্গা শয়তান।আহলে খবিচ আজ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়,তাদের এই অপকর্ম প্রচার করা মানুষকে সতর্ক করা ফরজ।
৩১ জানুয়ারি ২০১৪ সকাল ০৮:৫৯
124588
ইমরান ভাই লিখেছেন : উপরের হাদিসই আপনার জন্য যথেস্ট।
০৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৪
126545
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : নাটকের উপমা দলীল হল তোমাদের বড় দলীল।
169047
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
প্যারিস থেকে আমি লিখেছেন : কথাটাতো শতভাগ ঠিক,কিন্তু তিনি নিজে কতটা আন্তরিক?
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
122859
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : তিনি শতভাগ আন্তরিক।যার প্রমান বার বার হয়েছে।কিন্তু দুঃখের বিষয়!আলেম সমাজ নিজেদের ভিতরে ঐক্য না গড়ে বার বার তাগুতের সাথে করে নিল।একবারেও নিজেদের ঐক্য করে দেখাতে পারে নাই।
169058
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৫৮
আবু আশফাক লিখেছেন : আলেম সমাজ অতীতে অনেকবারই ঐক্যবদ্ধ হয়েছেন এবং নেতৃত্ব প্রশ্নে সে ঐক্য বিনষ্ট করেছেন। অধিকাংশ আলেমই ওয়াজ করেন নিজেকে ক্ষুদ্র মনে করো আর কাজ করেন হামবরা ভাবের। সবাই নেতা হতে চাওয়ার কারণেই আলেম সমাজের ঐক্যমত অসম্ভব বলে মনে হয়।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
123161
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : সহমত,সুন্দর কথা বলেছেন।
ক্ষমতার মোহই সকল সন্ত্রাসের জন্মদাতা।
পীরসাহেব চরমোনাই (রহ.)
169086
২৮ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
বিন হারুন লিখেছেন : মহান রব আমাদের সবাইকে নামধারী মুসলিমদের চক্রান্ত থেকে রক্ষা করুন. আমরা অনেক দূর্বল মুসলিম.
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৯
122897
বিন হারুন লিখেছেন : আমাদের বিতর্ক দেখে নাস্তিকরা খিলখিলিয়ে হাসছে
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৫
123163
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আমিন।
169111
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২০
শিক্ষানবিস লিখেছেন : উনারা আর জামাতে ইসলামী যে ঐক্যের আহবান জানায় তার অর্ হল, আমাদের অধীনে সকলে ঐক্যবদ্ধ হোন। এটা কি সম্ভব? জামাত ব্যতীত সকল ইসলামী দল হেফাজতের ব্যানারে এক হয়েছিল। কিন্তু চরমোনাই কী কারণে গাদ্দারী করে সরে গেলো? জনগণের সাথে প্রতারণা আর ক্ষমতা ও কর্তৃত্বেকর লোভ ছাড়ুন। নয়তো আজ জামাতের যে অবস্থা কাল আপনাদের সে অবস্থায় পড়তে হবে –আল্লাহ না করুন-। আপনাদের ক্ষমতা ও প্রভাব আছে, তাই আল্লাহর পক্ষ থেকে আপনাদের দায়িত্বও আছে। এই দায়িত্ব পালনে ব্যর্থ হলে আল্লাহর শাস্তি দুনিয়া ও আখেরাতে হবেই। পরে আফসোস করে কাজ হবে না। আপনারা ঐক্যবদ্ধ হলে জনতার কাধে দায়িত্ব আসবে আপনাদের ডাকে ঝাপিয়ে পড়া।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৩
123157
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : আপনি মনে হয় চরমোনাই সর্ম্পকে যে ধারনা পোষন করেন, তা না জেনেই করে থাকেন।
হেফাজাতের ব্যানারে যখন সব আলেমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য ৯ মার্চ১৩ হাটাজারি মাদ্রাসা মিটিং হয়,আপনি কি সেখানে পীরসাহের চরমোনাইর বক্তব্যাটি শুনেছেন???
এরপরে কারা অত্যান্ত সূখ্ন কৌশলে চরমোনাইকে পাশ কাটিয়ে তারা কাদের ঈঙ্গিতে এবং আল্লামা আহমাদ শফি ও বাবুনগরি অসম্মতিতে কাজ করে হেফাজাতের মত একটি সম্ভব্য ইসলামী বিপ্লবের পথকে গলাটিপে হত্যা করেছে।
আশা করি মোটা-মোটি জেনে তারপরে জানাবেন।
169115
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৮:৩৫
হতভাগা লিখেছেন : মুসলমানদের মধ্যে যত বিভাজন তা আর কোন ধর্মের লোকদের মধ্যে নেই । ৭৩ টা ভাগ হবে এরা । ৭৩ মুনিরের ৭৩ মত ।

অধিক সন্যাসীতে কিন্তু গাঁজন নষ্ট হয় ।
২৮ জানুয়ারি ২০১৪ রাত ০৯:২৬
122931
ইমরান ভাই লিখেছেন : হতভাগাজি, আপনার সাথে আমি আর একটু যোগ করতে চাই।
আর ৭৩ দলের মধ্যে একটি দল জান্নাতে যাবে। আর সেই একটি দল রসুল (সা)হাদিসে স্পস্ট করে দিয়েছেন। সেই দলটি হল যারা, রসুল (সা) ও তার সাহাবারা (রা) সেই সময়ে যে মত,পথের উপর ছিলেন যারা সেই মতের ও পথের উপর থাকবে তারাই সেই আলজামাআত (একটি দল)।

যাদের চোখে টিনের চশমা পরে ঘুরে তারা এগুলো বুঝবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তাওফিক দিন।আমিন।
২৯ জানুয়ারি ২০১৪ সকাল ১১:৪৭
123166
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : খাটি জিনিষেই বেজাল থাকে ইহাই খাটি চেনার উপায়।মুসলমানেরা খাটি।তাই তাদের মধ্যে মতভেদ থাকতে পারে।অন্য ধর্ম গুলিতো ধর্মই নয়।এগুলো নিয়ে আর কি কথা বলবো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File