তুমি সাজবে?

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ৩১ আগস্ট, ২০১৩, ১০:৪৫:০৭ রাত

সখি

কোটি টাকা আমার নাই

তোমারে লক্ষ টাকার কাবিন দিতে পারবো না

আমি রিক্ত তাই

ভারি সোনার অলংকারে

তোমায় সাজাতে পারবো না।

‘প্রেমময়ী, কেন এ হৃদয়ে তুমি এতো প্রেম দিলে?’

সখি শুনো

সুখের ঘর বুনতে, মধুর বাসর সাজাতে

লক্ষ টাকার কাবিন, ভারি অলংকার

প্রয়োজন পড়ে না।

প্রয়োজন শুধু

একমুঠো প্রেম

একটু নিখাদ ভালবাসার।

তোমায় ভালোবাসি-

হৃদয়ের নিভৃত কোণ থেকে

ভালোবেসে যাব অন্তহীন ভাবে

হাতে মেহেদীর আলপনা এঁকে দিব

রাঙা পায়ে ঘুঙুর বেঁধে দিব

লাল বেনারশিতে তুমি সাজবে

সখি তুমি কবুল বলবে?

বিষয়: সাহিত্য

১৬৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File