নাত-এ-রাসুল (সাঃ)
লিখেছেন লিখেছেন মতিউর রহমান খালেদ ৩১ আগস্ট, ২০১৩, ১০:৩৭:৪৫ রাত
মনটা যদি হইতো পূবাল হাওয়া
হইতো যদি শুভ্র কবুতর
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনারই পথে
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।
মনের মিনার উতল নিরবধী
কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি
রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।
মেঘ ময়ূরী পশ্চিমেতে যেও
আমার সালাম নবীর দেশে দিও
তাঁর বিরহে দু'চোখ ভাসে জলে নিরন্তর
যেথায় আমার প্রিয় নাবী ঘুমায় নিরন্তর ।।
বিষয়: সাহিত্য
১৭৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন