প্রথম দৃষ্টি ভালোবাসার Love Struck Love Struck Love Struck

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ২৪ আগস্ট, ২০১৩, ০৮:১৬:৪৮ রাত

পৃথিবীর সব মানুষকে আমি ভালোবাসি। পরিচিত অপরিচিত আবালবৃদ্ধবনিতা সবার প্রতি আমার প্রথম দৃষ্টি ভালোবাসার। কারণ আমি যে প্রেমিক! আমি এক পিপাষার্ত পথিক! আমার এ পিপাসা ভালোসার! আমি পথে পথে হাঁটি আর মনে মনে কতজনাকে ভালোবাসি। মানুষকে ভালোবেসে আমি সুখ পাই, আনন্দ পাই। জীবন প্রবাহে অচেনা ভালোলাগারা পাল তোলে বয়ে যায়...! অন্তরতলের অন্তরীণ ব্যাথাগুলো মুছে যায়, সুখের আভরণে ঢেকে যায়। এ আভরণ এতো নিবিড় যে কখনো ছিন্নভিন্ন হবার নয়। কারণ এ আভরণ স্বচ্ছ নিখাদ ভালোবাসায় বোনা!

যখন কারো সাথে আমার প্রথম পরিচয় ঘটে আমি তাকে ভালোবাসতে শুরু করি। তার আচার-ব্যবহার, চাল-চলন আমাকে যদি বিমোহিত করে তার জন্য আস্তে আস্তে হৃদয়ের কোন এক গর্ত থেকে একটি প্রেমের ঝর্নাধারা প্রবাহিত হতে শুরু করে। ছন্দ সূরের মাতম তোলে এ ঝর্ণাধারা কূল ভেঙ্গে- কূল গড়ে, শান্ত-অশান্ত স্রোতের নদী হয়ে কোন এক সীমানাহীন প্রশান্তের সাথে মিশে যায়, নিরন্তর বয়ে যাওয়ার তরে। প্রেমের প্লাবনে দু’কূল ভাসিয়ে আনন্দ উচ্ছ্বাসের ঢেউ তোলে যায়। এ যে ভালোবাসার প্রশান্ত! ভালোবাসার কভু মৃত্যু নাই, প্রেম যে অমৃতের সুধাপায়ী!

কিন্তু কারো আচার-ব্যবহার, চাল-চলন আমাকে যদি বিতৃষ্ণা দেয়, প্রেমের এ ঝর্ণা তখন ছন্দ হারিয়ে ফেলে। আনন্দ উচ্ছ্বাসের সব ঢেউ যেন ফনা তোলে নাচতে ভুলে যায়। হৃদয়ের সব সূর কেমন স্তব্ধ হয়ে যায়। আজানা ভালোলাগার চেনা পালটি গুটিয়ে যায় কার অদৃশ্য বারণে, কে জানে? হৃদয়ের সবটুকু শক্তি সাহস দিয়ে আমি তাকে বুঝাতে চেষ্টা করি তোমার এ পন্থা নির্ভুল নয়। মন্দ স্বভাব দিয়ে হয়তো অন্ধ ভালোবাসা পাওয়া যাবে কিন্তু এ ভালোবাসাতে সুখ নাই, আছে ছলনার উপহাস! এ ভালোবাসা স্থায়ী নয়, অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ উঠার মতো অবাস্তব।

আর সে যদি তাকে চিনতে পারে, তার ভুল বুঝতে পেরে অনুতপ্ত হয় তবে হৃদয়ের এ ঝর্ণাটি আবার বয়তে শুরু করে, নতুন সূরের মাতম তোলতে থাকে। কিন্তু সে যদি ভুলের উপর স্থির থাকে, সে ভুলের উপর পথ চলতে থাকে, তাকে রীতি মেনে যতটুকু ভালোবাসা যায় তার চেয়ে এতটুকু বেশি ভালোবাসা তার প্রতি আমার নাই! মন্দ আবেগ দিয়ে অন্ধ ভালোবাসা আমাদের সমাজে অপ্রতুল নয়। কিন্তু এ ভালোবাসা মহান রবের কাছে আদৌ গৃহিত কিনা আমার হৃদয় কোনে প্রশ্ন জাগে। আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে আজ অন্ধ ভালোবাসার পাশাপাশি অগ্নি-হিংসারা পোড়ন ধরিয়েছে।

অজস্র ভালোবাসার অহরহ বন্যা ছাড়া এ অগ্নি কভু নিভবে বলে মনে হয় না। অন্তহীন অনুরাগ দিয়ে আমি প্রাণে প্রাণে সাঁকো বাঁধতে চাই। হৃদয় উজাড় করে পৃথিবীর সব মানুষকে ভালোবাসতে চাই। স্বচ্ছ ভালোবাসার বন্যায় পৃথিবীর তামাম পাপ পঙ্কিলতা, হিংসা বিদ্ধেষকে ধোয়ে মুছে দিতে চাই। এক পবিত্র ভালোবাসা থেকে আমি জন্মেছি, আমার শিরা উপশিরায় প্রবাহিত হচ্ছে স্বচ্ছ ভালোবাসার পবিত্র লাল রক্ত। পৃথিবীর মানুষকে ভালোবেসে বেসে আমি অনন্ত জীবনের তরে পাড়ি দিতে চাই। আমি ভালোবাসতে চাই, ভালোবাসা পেতে চাই, ভালোবাসা দিতে চাই!

২২/০৮/২০১৩

(http://www.banglapostbd.com এ প্রকাশিত)

বিষয়: সাহিত্য

১৯৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File