ছাত্রলীগের নেতা-কর্মীরা সাবধান থাকুন!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ২৪ আগস্ট, ২০১৩, ০৮:০৫:২০ রাত

আজকে পত্রিকার পাতা খুলেই দেখলাম হঠাৎ করে শিবিরের আক্রমনের শিকার ছাত্রলীগ নামের শিরোনাম! রাজশাহী, শাহজালাল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্হানে ছাত্রলীগের নেতা-কর্মীরা মার খাচ্ছে । সন্ত্রাসীরা রাতের অন্ধকারেই হামলা করছে ছাত্রলীগের উপর । কারা হামলা করেছে কেউ না দেখলে আসামীর নামের জায়গায় শিবিরকে দেয়াটা পুলিশের জন্য সহজ ও বুদ্ধিমানের কাজ । আর তাতে গনগ্রেফতার চালিয়ে পুলিশের বানিজ্য করাটাও সহজ ।

দিনকতক আগে যুবলীগ নেতা মিল্কিকে আরেক যুবলীগ নেতা তারেক যেভাবে ফিল্মি কায়দায় গুলি করে মারল, তাতে তারেকের পরনে যে পোশাক ছিল মার্কেটের ক্লোজসার্কিট ক্যামেরা না থাকলে অনায়াসেই শিবির বলে চালিয়ে দেয়া যেত ।

টেন্ডারবাজির টাকা ভাগাভাগি নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সোনার ছেলেরাতো খেল কম দেখাচ্ছেনা । ক'মাস আগে পদ্মাসেতু প্রকল্পের টাকা নিয়ে নিজেরা কামড়া-কামড়ি করতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দিনে-দুপরেইতো ছাত্রলীগের এক গ্রুপের হাতে অন্যগ্রুপের নেতা খুন হল।

সার্বিক দিক বিবেচনায় নিলে বিষয়টা অন্যভাবেও দেখা যায়- মহান আল্লাহই জালিমদের অন্তরে ভয় ঢুকিয়ে দিচ্ছেন শিবিরের বিরুদ্ধে। নীতি-নৈতিকতাহীন ছাত্রলীগ আগামী দিনে শিবিরের ছায়ার সাথেই লড়াই করবে ! আর বর্তমানে অপপ্রচারেই প্রসার ঘটছে শিবিরের।

টকশোগুলোতে ঐশীদের নষ্ট হবার পিছনে যে ধর্মীয় মূল্যবোধহীন সমাজই দায়ী তা স্বীকার করছেন অনেকেই । সুতরাং ইয়াবাসেবী ছাত্রলীগের সোনার মানিকদের আগামী প্রজন্ম থু-থু মেরে ধর্মীয় অনুশাসনে ফিরবে বলেই মনে হয় । তাতে একমাত্র শিবিরকেই পাবে মাঠে-শিক্ষাংগনে সর্বত্র ।

ছাত্রলীগের নেতা-কর্মীরা কে যে কখন রাতের অন্ধকারে অচেনা লোকদের হামলার স্বীকার হয় এ ভয় তাড়া করে ফিরবে তাদের। সুতরাং সাবধান থাকুন ।

বিষয়: বিবিধ

১৩০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File