হরতাল নিয়ে একটি জাগরণী গান
লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ জুন, ২০১৩, ১২:৪৪:৫৯ দুপুর
[b]((২০১৩ সালের কোন এক সময় ফেবু পেইজ বাঁশেরকেল্লায় প্রকাশিত))[/b
![]()
হরতাল-হরতাল-হরতাল
ভেঙ্গে দেয় হৃদয়ের সব বাঁধা
ছিড়ে দেয় সংশয় ভেড়াজাল!
![]()
আমরা জেগেছি লক্ষ তরুণ
কালেমার জাণ্ডা হাতে
রাশেদার খেলাফত করবো কায়েম
কোন বাঁধা মানি না তাতে।
পালাবেই পালাবে হায়েনারা সব
ভেঙ্গে দিব আওয়ামীর বাকশাল!
![]()
শাহদাত শুধু আজ কাম্য মোদের
প্রাণ যাক- তবু ধার দারি না
শ্যামলী বাংলাতে থাকব মোরা
পরাজয় সেতো কভু মানি না।
আধাঁর কেটে কেটে আসবে আলো
জেগে জেগে ওঠরে দামাল!
বিষয়: রাজনীতি
১৪০২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন