হরতাল নিয়ে একটি জাগরণী গান

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ১০ জুন, ২০১৩, ১২:৪৪:৫৯ দুপুর

[b]((২০১৩ সালের কোন এক সময় ফেবু পেইজ বাঁশেরকেল্লায় প্রকাশিত))[/b

Rose Rose

হরতাল-হরতাল-হরতাল

ভেঙ্গে দেয় হৃদয়ের সব বাঁধা

ছিড়ে দেয় সংশয় ভেড়াজাল!

Rose Rose

আমরা জেগেছি লক্ষ তরুণ

কালেমার জাণ্ডা হাতে

রাশেদার খেলাফত করবো কায়েম

কোন বাঁধা মানি না তাতে।

পালাবেই পালাবে হায়েনারা সব

ভেঙ্গে দিব আওয়ামীর বাকশাল!

Rose Rose

শাহদাত শুধু আজ কাম্য মোদের

প্রাণ যাক- তবু ধার দারি না

শ্যামলী বাংলাতে থাকব মোরা

পরাজয় সেতো কভু মানি না।

আধাঁর কেটে কেটে আসবে আলো

জেগে জেগে ওঠরে দামাল!

বিষয়: রাজনীতি

১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File