সাদা-কালো

লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ১০ জুন, ২০১৩, ০১:০৬:২৮ দুপুর

মেবাইলের রিং টোন বাজছে।

---আসসালামু আলাইকুম।

---ওয়া আলাইকুমুসসালাম, কেমন আছো?

---ভালো, তুমি কেমন? উমরের কী খবর?

---আমি ভালো, কিন্তু উমর কিছ্ছু খাচ্ছে না। সারা দিন কাঁদে, কোল থেকে নামে না।

---নতুন জায়গায় নিজেকে খাপ খাওয়াতে পারছে না মনে হয়।

---হুম।

---রংপুরকে কেমন দেখছো? রঙ্গিন না সাদাকালো?

---রঙ্গিন।

---কী রকম?

---এই যে বাবার বাড়ি 'নাইওর' এসেছি। আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাচ্ছি, দাওয়াত খাচ্ছি, শপিং এ যাচ্ছি সবই আমার কাছে আনন্দের কাজ। তুমি তো সেদিন রংপুর এসেছিলে, তোমার কাছে রংপুর কেমন লেগেছে, রঙিন না সাদাকালো?

---সাদা কালো।

---কেন?

---রংপুরের কোন কিছুই আর আমাকে টানে না, রংপুর যাই শুধুমাত্র আব্বার প্রতি দায়িত্ববোধের জন্য। রংপুরে তো আর কেউ নেই আমার।

---কেন আব্বা আছে, ভাইয়েরা আছে, বোনেরা আছে, ভাই-বোনদের ছেলে-মেয়েরা আছে, সবাই তো আছে।

---কিন্তু মা তো নেই। মা থেকে অন্যরা যদি কেউ না থাকতো, তবু রংপুর আমার জন্য রঙিন থাকতো।

---(নীরব)

---উমরের কান্না শুনতে পাচ্ছি, ওকে কোলে নাও। রাখছি, অফিসে অনেক কাজ।

বিষয়: বিবিধ

১২০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File