প্রতিক্রিয়া
লিখেছেন লিখেছেন অপ্টিমিস্ট রোকন ২২ জুন, ২০১৩, ১১:১৪:৩৮ সকাল
খবর-১: বাংলাদেশে মাদকাসক্তের শতকরা ২৫ ভাগ এখন ইয়াবা ট্যাবলেটে আসক্ত৷
প্রতিক্রিয়া: লোকজন কাশির সিরাপ বন্ধ কইরা ট্যবলেট ধরসে। ওষুধের নতুন কোর্স
খবর-২: জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন তামিম ইকবাল।
প্রতিক্রিয়া: ভাইরে এটা দ্বিতীয় ইনিংস না, এটা কট বিহাইন্ড। সময় হইলেই টের পাইবা।
খবর-৩: বুড়িচং উপজেলা ছাত্রলীগ সভাপতি ইয়াবাসহ আটক।
প্রতিক্রিয়া: চার সিটিতে হারার দুঃখে ইয়াবা ধরছস। ক্ষমতা হারানোর পর কী ধরবি?
খবর-৪: সরকার খড়কুটোর মতো উড়ে যাবে: বি. চৌধুরী
প্রতিক্রিয়া: হাতি গর্তে না পড়া পর্যন্ত চামচিকারা অপেক্ষায় থাকে।
খবর-৫: গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তির পৈতৃক সম্পত্তি নয়, এর অধিকাংশ বিনিয়োগ সরকারের: ইনু
প্রতিক্রিয়া: জানতে মুঞ্চায়, পিপীলিকার পাখা যেন কেন গজায়!
খবর-৬: তত্ত্বাবধায়ক আসলে আপনিও জেলে যাবেন আমিও যাব, খালেদাকে প্রধানমন্ত্রী
প্রতিক্রিয়া: আপনাদেরকে জেলে পাঠানোর জন্যইতো তত্বাবধায়ক চাচ্ছে মানুষ। এইটা এতদিনে বুঝলেন?
বিষয়: বিবিধ
১৭৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন