চাই না কিন্তু চাই!!

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৩ জুন, ২০১৩, ০৩:০৪:১৬ দুপুর

আমি শান্তি চাই না!

অশান্তি যাদের আজ করছে দহন

আমি তাদের মাঝে করতে চাই শান্তির সূচনা।

Rose

আমি হাসতে চাই না!

বুক ফাটা কান্নায়

যারা আজ হাসতে ভ‍ুলে গেছে

আমি তাদের মাঝে বহাতে চাই হাসির বন্যা।

Rose

আমি আনন্দ চাই না!

বেদনার কষাঘাতে যারা আজ স্তব্ধ নীল

আমি তাদের জন্য

এনে দিতে চাই আনন্দের ঝর্ণা।

Rose

আমি আলো চাই না!

আধাঁরে যারা আজ দিকভ্রান্ত

আমি তাদেরকে নিয়ে যেতে চাই আলোর মোহনা-য়।

Rose

আমি ভালোবাসা চাই না!

অনাদর অবজ্ঞায় যারা আজ পরিশ্রান্ত

আমি তাদের জন্য বহাতে চাই ভালোবাসার যমুনা।

Rose Rose Rose Good Luck Good Luck Good Luck

বিষয়: সাহিত্য

১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File