সচেতনতামূলক

লিখেছেন লিখেছেন বিদ্রোহী ০৩ জুন, ২০১৩, ০৩:১৪:৩৯ দুপুর

জ্ঞান অণ্বেশনের তীব্র নেশায় (নেশাটা বন্ধুদের ছিল, আমার না।) ভ্রমণে গেলাম রাজশাহী চিড়িয়াখানা (কথিত) Surprised । অনেক দিন পর ঘুরতে বের হলাম ভালই লাগল। কিন্তু চিড়িয়াখানার ভিতরে যে প্রাণ থাকার কথা, তার কোন সাড়া শব্দ পাওয়া যায়না Surprised

যাউগ্গা, কথা হইল গিয়া বেশ কিছুক্ষণ জ্ঞান আহরণ কইরা ফিইরা আসার সময় এক সাইডে কয়েকটি প্রাণী দেখা গেল। গেলাম সেদিকে। কিন্তু এই জন্তুগুলাকে প্রাণী বলতে আমি নারাজ। কেন নারাজ ছবি দেখানোর পর বোধ করি আর বলা লাগবেনা। এগুলো হল জীবন্ত মৃত। :(

চিড়িয়াখানার বাইরে থেকে দেখে মনে হয় ফিটফাট। বুঝার উপায় নাই ভিতরে সদরঘাট। যাউগ্গা। এখন চুপ যাই। জ্ঞান আহরণের করার কথা বইলা এখন আবার সবাইরে জ্ঞান দিতেছি। তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য ছবিটি সকলের শেয়ারের আশা/অনুরোধ রাখি।



বিষয়: বিবিধ

৯২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File