এখনো খুব বৃষ্টি

লিখেছেন লিখেছেন আলমগীর মুহাম্মদ সিরাজ ০৭ মে, ২০১৩, ০২:১১:৩২ দুপুর



(জল পড়ে পাতা নড়ে)

এখন এখানে খুব বৃষ্টি!

আকাশে ধুসর-কালো মেঘের গুড়ুম গুড়ুম

ঝাপটা হাওয়ার উন্মাদনায়

শীতল শিহরণ আর...

Rose

জ্যোৎস্না স্নাত রাতের

শান্ত সমীরে ঝির ঝির

গাছের পাতার মতো

চঞ্চল ইচ্ছেগুলো নড়ে চড়ে উঠে,

স্বপ্ন সম্রাজ্ঞীর উষ্ণ আবেদন

পেতে তৃষিত চিত্ত যেন

‘নিঝুম রাতের পাখি’টির মতো

ব্যাকুল- আর্তনাদ করে উঠে!

Rose

এখনো এখানে খুব বৃষ্টি!

মোহের জগৎ ছেড়ে

জানালার ডোর খোলে চেয়ে দেখি

‘জল পড়ে পাতা নড়ে’ আর...



(ধুসর-কালো মেঘে ঢাকা নীল ‍আকাশ শুধু একটানা ঝরছে বৃষ্টি)



[u](গ্রীষ্মের প্রচণ্ড দহনে অতিষ্ট কাকগুলো বৃষ্টিতে ভিজে শীতল হচ্ছে)




(বৃষ্টিতে ভিজে ভিজে ছোট্ট মেয়েটি যেন হেটে যাচ্ছে কোন এক কাঙ্ক্ষিত গন্তব্যে)

২-৩দিন ধরে আমাদের এখানে(চট্টগ্রাম) খুব বৃষ্টি হচ্ছে! গ্রীষ্মের এমন দিনে থাকার কথা ছিল ফকফকা সূর্যের হাসি, প্রচণ্ড রোদ, মিষ্টি বাতাস কিন্তু যে ভাবে শ্রাবণধারার মতো অঝরে বৃষ্টি ঝরছে মনে হচ্ছে এখন বর্ষাকাল! গ্রীষ্মের দিনে এমন বৃষ্টি আমাকে কেমন আনমনা করে তোলছে! সে অনুভূতি থেকে এই কবিতা

বিষয়: সাহিত্য

৩৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File