মাল্টি লেভেল মার্কেটিং ও প্রতারণা চক্র
লিখেছেন লিখেছেন লিয়া আজম ০৭ মে, ২০১৩, ০২:০৯:৪৫ দুপুর
ডেসটিনি-২০০০ লি: এর এম এল এম সিস্টেমে যে কেউ সূক্ষ প্রতারণার কথা বললেই সে এম এল এম কনসেপ্ট বোঝেনা এমনটিই মন্তব্য করেন এই চিটিংবাজির এর সাথে সম্পৃক্ত ব্যক্তিগণ, বাংলাদেশের হাজার হাজার মানুষের সাথে কাহিণী তৈরি করে(সেমিনার) এবং ট্রেনিং এ মাধ্যমে মোটিভেশন(মগজধোলাই) করে পুশিং সেল এর মাধ্যমে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়ার হোতাদের এবং এই সূক্ষ চিটিং এর লিডারদের বিরুদ্ধে দেরীতে হলেও ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে জানাই অভিনন্দন।
কিন্তু দুঃখের বিষয় হলো সরকার এ বিষয়ে অনেক পরীক্ষা নিরিক্ষা চালিয়ে এখনও এ বিষয়ে সমাধানে আসতে পারে নাই, এ পর্যন্ত অনেক খসড়া পরিবর্তন পরিবর্ধন করে মোটামুটিভাবে প্রশাসক নিয়োগের বিধান রেখে এম এল এম নিয়ন্ত্রন আইন তৈরী করার সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো প্রশাসক নিয়োগ কি তাদের লুটপাট পরবর্তী অবশিষ্ট যে সম্পদ আছে তা সরকারের কুক্ষীগত করার উদ্দেশ্যে নাকি তাদের আবার নতুন করে কার্যক্রম শুরু হবে? আমার কাছে মনে হয় বিনিয়োগকারীদের বিনিয়োগকৃত অর্থ ফেরত এর নিশ্চয়তা প্রদান ব্যতীত কোনভাবেই ডেসটিনি-২০০০ লি: এর প্রতারণামূলক কর্মকান্ড পরিচালনা না করতে পারে সেদিকে সরকারের দৃষ্টি দেওয়া উচিত।
বিষয়: বিবিধ
১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন