আফগানিস্থানকরণ প্রক্রিয়া: হেফাজতে ইসলাম ও বদর স্কোয়াড

লিখেছেন লিখেছেন লিয়া আজম ০৭ মে, ২০১৩, ১০:১১:০৭ সকাল

হেফাজতে ইসলামের বেহেফাজতি কর্মকান্ডের কারণে গত ৫ই মে রাতে সরকার কতৃক যে অভিযান চালানোর ফলে অনেক মানুষকে হত্যা করার দাবী করা হচ্ছে এবং অনেকেই আবার একে কালরাতও বলছেন। মুষ্টিমেয় কিছু (বাড়ার বাল হরিদাস পাল জাতীয়) ব্লগারের নবীজি ও ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তির কারণে ইসলাম রক্ষার জন্য জামাতশিবির নেতাদের সমন্বয়ে মাদ্রাসাগুলোর হুজুরদের নির্দেশে কোমলমতি কিছু কিশোরদের শহীদি মোটিভেশন দিয়ে ভিন্ন উদ্দেশ্য বাস্তবায়নর জন্য ব্যবহার করে যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে তা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এদিকে মাননীয় বিরোধী দলীয় নেত্রী জাতীয়তাবাদী শক্তিকে হেফাজতের নেতাকর্মীদের পাশে দাড়াঁনোর জন্য বলেছেন যার মাধ্যমে প্রমানিত হয় যে তারাও পরোক্ষভাবে তাদের রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য রাজাকারদের রক্ষার ষড়যন্ত্রে লিপ্ত । বর্তমান পরিস্থিতিতে এটা অনেকের কাছেই পরিস্কার হচ্ছে যে যাহা জামাতশিবির তাহাই হেফাজত এবং যাহাই হেফাজত তাহাই বিএনপি।

আজকে যারা নিহত হচ্ছে তাদের জন্য খারাপ লাগছে এটা খুবই সত্য ও বাস্তবিক কিন্তু একটু চিন্তা করে দেখুনতো স্বাধীনতা পরবর্তি ৪২ বছর বাংলাদেশে কি ইসলাম ধর্ম বেহেফাজতে ছিল যার কারণে ইসলাম ধর্ম হেফাজতের জন্য বদর স্কোয়াড তৈরী করে শহীদ হ্ওয়ার প্রয়োজন দেখা দিয়েছে।

বিষয়: রাজনীতি

১৪৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File