মানবাধীকার দিবসে দেখলাম, কিভাবে মানবাধীকার হরণ হয় ।

লিখেছেন লিখেছেন েনেসাঁ ১১ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৩:৪৯ দুপুর



গতকাল ছিল ১০ ই ডিসেম্বর বিশ্ব মানবাধীকার ‍দিবস। তাছাড়া চলছে স্বাধীনতার মাস। এ মাসেই আমরা স্বাধীন হয়েছিলাম। তাই স্বাধীনতার কিছু নমুনা দেখলাম গতকাল।

গতকাল আমার এক আত্নীয়ের জরুরী রক্তের প্রয়োজন ছিল। আর সে প্রয়োজনেই গিয়েছিলাম কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে। রাত তখন ০৭:৪৫ মিনিট, পাশ থেকে শুনতে পেলাম পুলিশ হাসপাতালে রেড দিয়েছে। কিছুক্ষন পরে দেখলাম সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকা পুলিশের তান্ডব। তারা সামনে যাকেই পাচ্ছে তাকেই সাথে করে নিয়ে যাচ্ছে। যার মধ্যে রয়েছে হাসপাতালে থাকা রোগী, রোগীর আত্নীয় ও হাসপাতালের কর্মচারী। সকলের ধারণা ছিল তাদেরকে নিচে বের করে দেয়া হবে। কিন্তু যখন তাদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছিল তখনই শুরু হলো কাকুতি-মিনতি।তার মধ্যে

এক ব্যক্তি বলছিল স্যার আমি এখন রক্ত নিয়ে না গেলে আমার বচ্চাটা মারা যাবে, স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন। আমার অপরাধটা কি ?

অপর আরেক ব্যক্তি তার আত্নীয়কে রক্ত দিতে এসেছিল। রক্ত দিয়ে সে প্লাটিলেট রক্তের জন্য অপেক্ষা করছিল, তাকেও নিয়ে যাওয়া হচ্ছিল। তখন সে বলছিল। স্যার আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ? আমি কেবল রক্ত দিয়েছি , আমার এই রক্ত না দিতে পারলে আমার রোগী মারা ‍যাবে?

তাছাড়া কিছু রোগীকেও তুলে নেয়া হলো গাড়ীতে। যাদের নিয়ে যাওয়া হলো তাদের কি অপরাধ ছিল ? তাদের অপরাধ ছিল তার ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে। এই কি স্বাধীনতার স্বাদ ? কোথায় আজ মানবাধীকার ?

অথচ শুনি বাংলাদেশে এখন চলছে নারী প্রধানের শরীয়া আইন ও আইনের শাসন। এই হলো তার আইনের শাসনের নমুনা।

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File