যারা ভাবছেন আলোচনাই সমাধান...তারা আন্দোলনে পানি ঢালছেন...
লিখেছেন লিখেছেন মু নূরনবী ১১ ডিসেম্বর, ২০১৩, ০৪:০৬:৫১ বিকাল
ড. আসিফ নজরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তারচেয়েও বড় পরিচয় ঘাতক-দালাল নির্মূল কমিটির সাবেক একজন নেতা। হাল আমলে সত্য কথাটুকু বলে শাহবাগীদের রোষানলে পড়েছেন যেমন তেমনি অতি আবেগী কিছূ আবাল তাকে ইসলামিস্ট ভাবতে শুরু করেছে!
যাই হোক তাকে অসংখ্য টকশোতে বলতে দেখেছি, বিরোধীদল যদি মনে করে সংলাপে সমাধান তাহালে বোকার স্বর্গে বাস করে, আন্দোলনই হচ্ছে বর্তমান সংকটের সামধান। সে তো আর বিএনপি নেত্রীর উপদেষ্টা নই। খালেদা জিয়াকে বলবে, আন্দোলনে নামেন। অনেকটা আকেলকে ইশারা লিয়ে...
আপাতত: কাদের মোল্লার রায় স্থগিত হয়েছে, এতে তৃপ্তির ঢেঁকুর তোলার কোন সুযোগ নেই।
কারণ, গত পাঁচ বছরের ডাইনীর শাসন আমলের দিকে তাকালে দেখবেন যখনই রাক্ষুসী বেকায়দায় পড়েছে তখনই একটু পিছু হটেছে এবং পরের বার দ্বিগুন উতসাহে বিরোধীমতাবলম্বীদের আক্রমণ করেছে।
কথা হচ্ছে, এখন লড়াই চালাতে হবে সর্বত্র। তারানকোর ওকালতির মাধ্যমে যদি গ্রহণযোগ্য কোন সমাধান না আসে, তাহলে কাদের মোল্লার ইস্যু বাদ দিয়ে হাসিনার পতনে এক দপার আন্দোলনে কালক্ষেপণ না করে সারা দেশে সকল সরকারী প্রতিষ্ঠান কলাপস করে দিতে হবে, আওয়ামী পান্ডাদের ধরে গণধোলাই দিতে হবে। মোদ্দা কথা, আন্দোলন গড়ে তুলতে হবে তীব্র থেকে তীব্রতর।
অনেকে বলবেন ১৬ ই ডিসেম্বর উপলক্ষে বিরতি দেওয়া উচিত। যারা এ সব কথা বলছেন তারা আন্দোলনে পানি দিয়ে যাচ্ছেন। বরং ১৬ ই ডিসেম্বর দেশবাসীকে হায়েনামুক্ত দিবস উপহার দিন। বিজয় উতসব হবে --হায়েনামুক্ত আর দিল্লীর তাঁবেদার মুক্ত বাংলাদেশের।
বিএনপির কেন্দ্রীয় সুবিধাবাধী নেতাদের কথা বাধ দিয়ে ড্রাইভিং সিটে জামায়াতকেই বসতে হবে। দেশের মানুষের কাছে আজ স্ফটিকের মত ক্লিয়ার বর্তমান দিল্লীর প্রেতাত্মাকে ক্ষমতা থেকে তাড়াতে হলে জামায়াত-শিবিরের বিকল্প নাই। জেলা-থানা-ইউনিয়ন পর্যায়ে যেখানে বিএনপির নেতা-কর্মীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তখন গ্রেফতারের ভয়ে ফখরুলরা ইঁদুরের গর্তে!!!
ধানাই পানাই করে সময় ক্ষেপন করছে বর্তমান অবৈধ সরকার। কাদের মোল্লার রায়কে কেন্দ্র করে বর্হিবিশ্ব একের পর এক চিঠি ইস্যু করছে হায়েনাকে! হায়েনা এমনিতেই প্রচুর প্রেসারে আছে।
আর কোন সুযোগ দেওয়া যায় না।
মনে রাখতে হবে, এবার যদি কোন মতে টিকে যেতে পারে হায়েনা তাহলে বাকিদের রায় কার্যকর করার ক্ষেত্রে এতটুকু আইন-বিচার-মানবাধিকারের ধার ধারবে না রাক্ষুসী।
বিষয়: রাজনীতি
১২৯১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন