সবাইকে এক দিন মরতে হবে, মরনের অপক্ষায় রইলাম।
লিখেছেন লিখেছেন কথার_খই ০১ এপ্রিল, ২০১৩, ০৪:২৮:০৮ বিকাল
আমার মরন হলে কেঁদোনা
কেউ, এটাই আমার অনুরোধ,
আমার মরনকে আল্লাহ্ ছাড়া
কেউ পারবে না করতে প্রতিরোধ।
আমি যদি ঋণী থাকি কারো
আমায় করে দিও মাফ,
আমার সাথে রবে যত করি-
নেক আমল-যত করি পাপ।
-----------------------------------
আমি দিন রাত্রি
সব সময় থাকি প্রস্তুত,
কবে আসবে পেরেশতা
আযারইল (আ) মৃত্যুর দূত।
--------------------------------
সে নিয়ে যাবে পুরোপুরি
আমাকে তার কবজ্বায়,
এই পৃথিবী আমাকে-
জানাবে চিরতরে বিাদায়।
-------------------------------------
যানাজা পড়ে দিয়ে আসবে
''একা'' আমাকে ঐ কবরে,
কবর থেকে উটাবে-
আমায় রোজ হাশরে।
--------------------------
হাশরের ময়দান কেমন হবে
কোর'আন হাদীসে পায় বর্ণনা,
লাইলাহাইল্লাহ্ . . . . . . কলিমা হোক
আমার বাকী জীবনের গহনা।
:::::::::::::::::::::::::::::::;:::::::::::
সবাইকে এক দিন মরতে হবে ,মরনের অপক্ষায় রইলাম।
সবাই ভালো থাকুন সুস্ত থাকুন এটাই কামনা
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন