তুমি মা তোমার তুলনা তুমি'ই

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ মার্চ, ২০১৩, ১১:০৫:৫১ রাত

আমার মায়ের মত জগতে

মা নেই কারো আর,

মা নেই ভাবতেই মনে

নেমে আসে আধার।



মা তোমার মুখের বুলি

স্বরণীয় শুপ্ত বাণী,

মা তুমি শত কষ্টেও

টেনেছ সংসারের ঘানি



মা তুমি, আমার সমান্য দুঃখেও

তোমার মুখ কর ভার,

ছেলের দুঃখ দূর করতে

মা তোমার হা হাকার।



মা তুমি গড়েছ পাহাড়

বিন্দু বিন্দু ঋণে ,

সোধ করতে পারবনা

আমি বাকী জীবনে।



মা তোমার মত উদার মন

নেই কারো আর,

তুমি ছাড়া এক বিন্দু সুখ

কোথাও পাবনা উপহার।



==============

বিষয়: বিবিধ

১৪৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File