এখুনি দরকার সচেতনতা প্রতিটি বন্ধু জনে, রাখ করোনা কোন বন্ধু আমার এই আহবানে।

লিখেছেন লিখেছেন কথার_খই ৩১ মার্চ, ২০১৩, ০১:১৩:৫৬ দুপুর

আমরা কেন নিজেকে নিজে

ধ্বংস করব বল বন্ধু হে?

পরে কেন কাঁদব আমরা

হারানোর অতিষ্ট বিরহে?



এখুনি দরকার সচেতনতা

প্রতিটি বন্ধু জনে,

রাখ করোনা কোন বন্ধু

আমার এই আহবানে।

-------------------------------

নিজের ক্ষতি নিজে না করতে

আল্লাহ্ করেছে বারণ,

আমরা শুধু রাখব ধরে

সচেতনতায় নিজের মন।

--------------------------------

মনকে নিজে যেমনে রাখি

তেমনি রবে আপন মন,

মনের মাঝে অশুদ্ধ চিন্তা এলে

বুজতে হবে শয়তানের আগমন।

-----------------------------------

কেন আমরা শয়তানকে

করে যাব খুশি?

আল্লাহ্'র কোর'আন পড়ে

আসুন নিজেকে ভালবাসি ।।



বন্ধুরা কারো মনে আঘাত করতে নয় সচেতনতা সৃষ্টি করার লক্ষ্যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা । সবাই ভাল থাকুন।

বিষয়: বিবিধ

২০৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File