মিথ্যার বাঁধা আসবেই হলে সত্য পথের যাত্রী, সত্য থেকে সরবো না সত্যের পথে চলবো দিবা রাত্রি।

লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ মার্চ, ২০১৩, ১১:১৫:৩৮ রাত

যখন দেখি ন্যায়ের হাতে-

লেগেছে হাত কড়া!

তখন বিভেগ জাগ্রত হয়

মনকে দেয় নাড়া।



সত্যের জন্য যারা

করছে লড়াই প্রতিনিয়ত,

তারা কখনো মিত্যার-

কাছে হবেনা নত।



হাত কড়া; বদ্ধ কারাগার

তার মনে নেই ভয়,

তার মনে আছে শুধু

''চাই'' সত্যের জয়।



সত্য কি? সত্য আল্লহ্ এক

সত্য মোহাম্মদ (সাঃ) শেষ রাসুল আল্লাহ্'র প্রেরিত,

মোহাম্মদ (সাঃ) কে আদর্শ মেনে

আল্লাহ্ ছাড়া অন্য করো কাছে হবনা নত।





মিথ্যার বাঁধা আসবেই

হলে সত্য পথের যাত্রী,

সত্য থেকে সরবো না

সত্যের পথে চলবো দিবা রাত্রি।



মোহাম্মদ (সাঃ) মহান চরিত্রের-

অধিকারী পায় আল-কোর'আনে ,

আমাদের জীবন গড়তে চাই

তার কথা গুলো মেনে।

হে আল্লাহ্ আমাদের দাও মোহাম্মদ (সাঃ) কে

অনুসরন করার তৈফিক,

হে আল্লাহ্ আমাদের পথভ্রষ্ট করোনা

বানাও আমাদের সত্য পথের প্রথিক।

----------------------------------------

বিষয়: বিবিধ

২৫৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File