স্বাধীনতা তুমি ........ লেখাটা কবি শামসুর রাহমান এর নয়, লেখাটা কথার খই এর!!

লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ মার্চ, ২০১৩, ০৬:০৪:১৭ সন্ধ্যা

স্বাধীনতা তুমি বাবুই

পাখির বুনো বাসা,

স্বাধীনতা তুমি অধিকার রক্ষার

আন্দোলন প্রতিবাদী ভাষা।

স্বাধীনতা তুমি প্রভাতে

মোরগের কুকরুকুক ডাক,

স্বাধীনতা তুমি তামিম সাকিবের

আঁকা চার চক্কার হাক।

স্বাধীনতা তুমি গাছে গাছে

কাঁঠ বিড়ালির অবাদ বিচরন,

স্বাধীনতা তুমি ক্ষমতাবান ব্যক্তির

সবার সমান অধিকার নিশ্চিত করণ।

স্বাধীনতা তুমি সোনালী ধানে

মৃধু বাতাশের দোলা,

স্বাধীনতা তুমি বিচারালয়ে

সম অধিকার যেমন দাড়িপাল্লা।

স্বাধীনতা তুমি দীগির পানিতে

দলবদ্ধ কিশোরের ঝাপ,

স্বাধীনতা তুমি সার্বভৌমত্ব বাংলাদেশ,

নয় দেশের উপর বিদেশি নগ্ন হস্থক্ষেপ।

স্বাধীনতা তুমি ঝাকে ঝাকে

অথিতী পাখির বিচরণ দলবদ্ধ,

স্বাধীনতা তুমি ন্যায়ের জন্য

সমযোতার হাত মুষ্ঠি বব্ধ,

স্বাধীনতা তুমি ঢেউয়ের পর ঢেউ

সাগরের নিষ্পাপ জল,

স্বাধীনতা তুমি শিশুর জন্য

কোমলময়ী মায়ের খোল।

--------------------------------------

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File