প্রতিদিন অবশ্য মাকে দেখি আমি মনের চোখে যে চোখের কোন সিমানা নেই।আছে শুধু অদৃশ্য ভালোবাসা, যা এ চার বছরে কাউকে দেখাতে পারিনি,
লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ মার্চ, ২০১৩, ০৫:২১:৫৬ সকাল
মাকে দেখার জন্য মনের ভেতরে আবেগের স্রোত গুলো
বার বার আমাকে শান্তির পরশে ভিজিয়ে দেয়, যা লেখার ভাষায় প্রকাশ করা অসম্ভব,
তার পরও চেষ্টা করব যেন মাকে দেখার আকুতি টা লেখার ভষায় প্রকাশ পায়!
আমি মাকে সরাসরি দেখিনা আজ ৪টি বছর! কারন পারিবারিক অসচ্ছতার কারনে কর্ম জীবন, জীবনের তাগিতে প্রবাসে আজ, দেশে থেকেও অনেক রখমের কাজ করেছি দু'মুটো নুন ভাতে যোগান দেয়ার জন্য।
বাবাও আছে তবে বাবা সৎ ও পর উপকারি হওয়ার কারনে গ্রামে প্রচুর নাম আছে, বাবা অসুস্থ থাকে বছরের বেশির ভাগ সময়, বাবার ঔষধ খরছও কম নয়, সব মিলিয়ে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে আমাদের সংসার মোটামুটি ভাবে চলছিলো। কখনো ভাবিনি প্রবাস জীবনে পা রাখবো! এক দিন আমার দূর সম্পর্কের এক ভাই বলল তোদের পরিবারে তো আর্থিক সমস্যা আছ্ বিদেশ যা বিদেশেতো ভালো পয়সা কমানো যায়,
সে ভাইয়ের কথা শুনে মনের ভেতরে স্বপ্ন তৈরি হতে লাগল, সময়ের হাত ধরে এক দিন পাসপোর্ট বানিয়ে পেল্লাম, পাসপোর্ট বানানোর ক'দিন পর জমা দিলাম, (উ এ ই) তে থাকা এক বন্ধুর কছে সে মাস দুয়েক পর ভিসা পাঠালো স্বপ্নের বিদেশে চলে এলাম।
শুরু হলো ভিন্ন অভিজ্ঞতার নতুন জীবন, দেশে থাকতে অনুভব করতে পারতাম না স্বজন থেকে দূরে থাকার অভাব! এক একটি দিনকে মনে হতে লাগল এক একটি মাস এক একটি বছর!! বিশেষ করে মাকে অভিরত মনে পড়ত মনে হত যদি পাখি হতে পারতাম উড়ে গিয়ে মাকে দেখে আসতাম,
কিন্তু মনকে শুধু পাখি বানাতে পেরেছি নিজে পাখি হতে পারিনি মাকে দেখতে আসতে পারিনি,
দিনের পর দিন অপেক্ষা করতে করতে চার চারটি বছর কেটে গেল! প্রতিদিন অবশ্য মাকে দেখি আমি মনের চোখে যে চোখের কোন সিমানা নেই।
আছে শুধু অদৃশ্য ভালোবাসা, যা এ চার বছরে কাউকে দেখাতে পারিনি,
মা আমাকে অনেক বেশি ভালোবাসে যা আমি নিজ অনুভব করি, মাকে প্রতিদিন দু'বার কল করি, মাকে সালাম দিই, সালামের উত্তুর দেয়ার পর প্রশ্ন আসে,
..বাবা কেমন আসিস?
হা মা ভালো আছি ।
খাবার খেয়েসিস?
ইত্যাদি ইত্যাদি ।
এত কল করার পরও মায়ের কখনো বিরক্তি দেখিনি, কখনো কখনো মাকে কৈফিয়ত দিতে হয় আজ কেন এতো দেরিতে কল করেসিস?
মাকে আমি অনেক বেশি ভালোবাসি।
মা আমাকে ভালোবাসে অনেক,
আশা করি মায়ের সাথে অল্প ক'দিন পর দেখা হবে।
পাঠক আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মায়ের হায়াত বাড়িয়ে দেন।
যেন মাকে আরো বেশি ভালোবসতে পারি,
আল্লাহর কাছে তৈফিক চেয়ে শেষ করছি। (আমিন)
বিষয়: Contest_mother
১৭৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন