আমার ভালোবাসা গুলো.... আপনার মনের সাথে নাও মিলতে পারে, তবে আমি ভালোবেসে যাব, হাজারো বাঁধা পেরিয়ে....
লিখেছেন লিখেছেন কথার_খই ২২ মার্চ, ২০১৩, ১০:২০:৪৯ রাত
আমি ভালোবাসি বিচার দিনের
এক মাত্র মালিখ মহান আল্লাহকে,
আমি ভালোবাসি বিশ্ব মানবতার
মুক্তির দিশারি মোহাম্মদ (সাঃ)কে।
আমি ভালোবাসি মহান আল্লাহর
বাণী আল-কোর'আনকে,
আমি ভালোবাসি কোর'আনের-
হাফেজ আলেম ওলমাকে ।
আমি ভালোবাসি কোর'আনের
সমাজ প্রতিষ্ঠার চেষ্টায়,
আমি ভালোবাসি রসুলের (সাঃ)এর
জীবনী অনুস্বরণ করায়।
আমি ভালোবাসি তাকে যে
ন্যায় পথের অভিযাত্রী,
আমি ভালোবাসি তাকে যে
অন্যায়ের বিরুদ্ধ লড়ে দিবা রাত্রি।
আমি ভালোবাসি ন্যায়ের পথে
সচ্চল উদিয়মান তারুণ্য,
আমি ভালোবাসি শান্তির পথে
আহবান মাবতার জন্য।
আমি ভালোবাসি হিংসাহীন-
সমাজ, সবার সমান অধিকার,
আমি ভালোবাসি উদারতা
সকল ধর্ম বর্ণের।
আমি ভালোবাসি সত্যের
স্রোতময় যাত্রা বাঁধাহীন,
আমি ভালোবাসি রাখতে নিজের-
ক্ষতি হলেও সত্যের কাছে ঋণ।
আমি ভালোবাসি নতনীতির
বিরুদ্ধে অবিচল শ্লোগান জ্বালাময়ী,
আমি ভালোবাসি হতে অন্যায়ের
বিরুদ্ধে লড়াই করে দায়ী।
আমি ভালোবাসি তাকে সত্য ন্যায়ের
জন্য লড়ে যে দিয়ে গেছে প্রাণ,
আমি ভালোবাসি আল্লাহর পথে
সত্য ন্যায়ের জন্য কারবলার ময়দান।
আমি ভালোবাসি নির অপরাধ
মানুষকে বাঁচানোর লড়াই,
আমি ভালোবাসি প্রতিষ্ঠিত হোক
সমাজের সর্ব ক্ষেত্রে ন্যায়।
ছবি গুলো
নেয়া হয়েছে.....
বিষয়: বিবিধ
১৭১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন