বুঝি+++++++++ বুঝিনা খুঁজি+++++++++ খুঁজিনা!
লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩২:৫৭ রাত

যতদিন যায় সময়ের হাত ধরে
আমরা যাচ্ছি প্রতিদিন আঁধারে,
নিজেকে না বুঝে অন্যকে বুঝায়
নিজে অন্যায় করে খুঁজেছি ন্যায়।![]()
কেউ বলি জঙ্গীতে চেয়েছে গেছে দেশ
কেউ বলে শ্রিংকলা নিদারুন বেশ,
কেউ বলে উন্নয়ন শুধু উন্নয়ন
কেউ বলে জনগণ আমার আপন।![]()
কার কথা সত্য বুঝা বড় দায়
নিজের অন্যায় লুকিয়ে সবে খুঁজে ন্যায়।
নিজের অন্যায় দেখব আমরা যেদিন
বুঝব সেদিন প্রজন্মের কাছে রেখে যাচ্ছি ঋণ।![]()
যদি না পারি প্রজন্মের কাছে ঋণ রাখতে
মৃত্যুর পরও আমাদের "হবে" তিক্তকথা শুনতে।
বিষয়: বিবিধ
১৪৭৮ বার পঠিত, ৬ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন