Winking Winking Winking Winking Winking Winking Winking বুঝি+++++++++ বুঝিনা খুঁজি+++++++++ খুঁজিনা!

লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৩২:৫৭ রাত



যতদিন যায় সময়ের হাত ধরে

আমরা যাচ্ছি প্রতিদিন আঁধারে,

নিজেকে না বুঝে অন্যকে বুঝায়

নিজে অন্যায় করে খুঁজেছি ন্যায়।

Winking

কেউ বলি জঙ্গীতে চেয়েছে গেছে দেশ

কেউ বলে শ্রিংকলা নিদারুন বেশ,

কেউ বলে উন্নয়ন শুধু উন্নয়ন

কেউ বলে জনগণ আমার আপন।

Winking

কার কথা সত্য বুঝা বড় দায়

নিজের অন্যায় লুকিয়ে সবে খুঁজে ন্যায়।

নিজের অন্যায় দেখব আমরা যেদিন

বুঝব সেদিন প্রজন্মের কাছে রেখে যাচ্ছি ঋণ।

Winking

যদি না পারি প্রজন্মের কাছে ঋণ রাখতে

মৃত্যুর পরও আমাদের "হবে" তিক্তকথা শুনতে।

বিষয়: বিবিধ

১৪২৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

343674
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:৩৮
হতভাগা লিখেছেন :
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৩
285077
কথার_খই লিখেছেন : এটা কি হলো? ? ঠিকমতো বললে বুঝতে পারতাম। বুঝিনি..... বুঝি কম Crying Crying
২৯ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১০:১৭
285078
হতভাগা লিখেছেন : আপনার ঐ টেকো মাথাদের মতই এই টাক্কুটা
২৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০১:৪৩
285109
কথার_খই লিখেছেন : হি হি হি ইRolling on the Floor
343746
২৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : সব কথার মূলে ক্ষমতায় টিকে থাকার কৌশল মাত্র।
০১ অক্টোবর ২০১৫ রাত ১২:৩৩
285290
কথার_খই লিখেছেন : হহহহহহহহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File