মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমানোর যুগান্তকারী সিদ্ধান্তে সামু লীগের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন। আবুলের বাপের ব্লগ থেকে....
লিখেছেন লিখেছেন কথার_খই ২৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০৯:৩০ রাত
বর্তমানে মদ বাংলাদেশে একটি অত্যাবশকীয় পানীয়।অনেকের মদ ছাড়া চলেই না। রাশিয়ার মানুষ নাকি পানির থেকে মদ বেশী পান করে।আমরাও এখন নিম্ন মধ্যবিত্ত দেশ। তাই আমরাও পানির বদলে মদ খাওয়া শুরু করবো। কিন্ত বাধা হয়ে দাড়িয়েছে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি। যার ফলে মদের দাম উত্তোরত্তর বেড়েই চলেছে।
সুতরাং সংশ্লিষ্টরা এই সমস্যা উপলদ্ধি করে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি কমিয়েছে।২০০৩ সালে মদের ব্যবসার লাইসেন্স নবায়ন ফি ছিল সাত হাজার ৫০০ টাকা। এবার সেটা বেভারেজের আওতায় অন্তর্ভুক্ত করে নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা।সামনে আরো কমবে।
পুরা লেখা পড়তে এখানে ক্লিক করুন.........!! নিজ দায়িত্বে পড়বেন। কাউকে দোষারোপ করা যাবেনা.....!
বিষয়: বিবিধ
১৮৭৫ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন