কর্তৃপক্ষ বিবেচনা করবেন এটাই রাখলাম প্রত্যাশা, প্রত্যাশার মাঝে লুকিয়ে আছে গভীর ভালোবাসা।
লিখেছেন লিখেছেন কথার_খই ১৩ সেপ্টেম্বর, ২০১৫, ১২:০২:২৬ রাত
সর্বচ্চো মন্তব্যকারীর লিষ্টটা কেন বারবার
পুকুরের পানির মত ঢেউ হীন হয়?
কেন যে মন্তব্যকারীদের মন্তব্যের
মূল্যায়নে বারবার বাঁধার সৃষ্টি হয়?
মন্তব্যকারীদের উপর কেন
কালবৈশাখী আঘাত হানে বারবার?
মন্তব্যকারীদের মূল্যায়নে কেন
কর্তৃপক্ষ হচ্ছেনা উদার??
মন্তব্যকারী ব্লগের প্রাণ
ব্লগার মাত্রই তা বুঝে.....!
পরিশ্রমের লেখাটির ভালো মন্ধ দিক
প্রকাশ পায় মন্তব্যের মাঝে।
ব্লগারদের চাওয়া টুকু কেন পূর্ণ
করবেনা ব্লগ কর্তৃপক্ষ?
সুস্থ সংস্কৃতির বিকাশিত হোক
এটাই ব্লগারদের লক্ষ্য।
লেখার সুস্থতা বুঝা যায়
পক্ষ বিপক্ষে মন্তব্যের মাঝে,
কাজের সঠিক মূল্যায়ন না হলে
মন বসেনা সেই কাজে!!!
কর্তৃপক্ষের নজরদারি জন্য
আজকের ছন্দময় দুটি কথা,
সমাধান হলেই ব্লগারদের মাঝে
ফিরে আসবে সতেজতা।
কর্তৃপক্ষ বিবেচনা করবেন
এটাই রাখলাম প্রত্যাশা,
প্রত্যাশার মাঝে লুকিয়ে
আছে গভীর ভালোবাসা।
বিষয়: বিবিধ
১৩৭৯ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগও এর এই নিয়মের বাহিরে নয়!
মডুদের দৃষ্টি আকর্ষণ করুক সুন্দর ছন্দময় উপস্হাপনা-এই চাওয়া!!
তবে আপনার কবিতা সেইরকম হইছে।
আমি এই বার জাতে উঠেছি। আশা করি প্রথম পুরুস্কার আমিই পাবো।
মন্তব্য করতে লগইন করুন