তথাকথিত মুক্তমনা.....র মূত্রতান্ত্রিক জীবন ও লেংটা সাজুর সাথে আশামনির বোতল পানীয়!!! হত্যাকাণ্ডের নতুন মোড়!
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৫, ০৭:১১:০২ সন্ধ্যা
আইনশৃংখলা বাহিনী ব্লগার নিলয় হত্যার তদন্ত করতে গিয়ে কয়েকটি প্রশ্ন তাদের বারবার ঘুরেফিরে আসছে। এর মধ্যে হচ্ছে ব্লগার নিলয় নিজেকে নিরাপত্তাহীন মনে করতেন। অথচ ঘটনার দিন তার বাসায় একজন অপরিচিত যুবক প্রবেশ করে ঘোরাঘুরি করে। ওই যুবক ঘর থেকে রান্নাঘর পর্যন্ত হাঁটাচলা করে। বাসাভাড়া না হওয়া সত্ত্বেও তাকে বাসায় প্রবেশ করতে দিয়ে হাঁটাচলা করতে দেয়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। এ ছাড়া খুনিদের তিনজনই নিলয়কে কোপাতে থাকে। প্রথমে একজন ও পরে আরও দু’জন তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। আরেকজন অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শ্যালিকাকে বন্দি করে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খুনিরা এলোপাতাড়ি কুপিয়ে গেলেও সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে কোনো রক্তের ছাপ মেলেনি। তার মানে খুনিদের মধ্যে তিনজন ভেতরেই পোশাক বদল ও পরিষ্কার করেছে, অপরজন নিচতলায় এসে পরিষ্কার করে আলামত রেখে যায়। সংশ্লিষ্টরা তদন্তের পাশাপাশি এসব বিষয় পর্যালোচনা করছেন। এ ক্ষেত্রে নিলয়-আশা মনির ব্যক্তিগত জীবনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা দাবি করেছেন, নিলয়কে একাধিকবার হত্যার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু খুনিরা বিভিন্ন কারণে তাদের মিশন সফলে ব্যর্থ হয়। পরে মিশন সফল করতে গত শুক্রবার দুপুর বেলাকে বেছে নেয় তারা।
ব্লগার নিলয় হত্যার তদন্তে ১১টি আলামতকে কাজে লাগাচ্ছে। আর খুনিদের চারজনের ঘাড়ে ও পিঠে ছিল ব্যাগ। তারা এসেছিল কর্মজীবী সেজে। শুক্রবার ছুটির দিন ও জুমার নামাজের সময়কে খুনিরা ব্যবহার করে। প্রত্যেকের ব্যাগে ছিল বাড়তি কাপড়। খুনিরা পোশাক বদল করেই ওই বাড়ি ত্যাগ করে। আর গুরুত্বপূর্ণ আলামত হিসেবে নেয়া হয়েছে খুনিদের রেখে যাওয়া একটি রক্তমাখা হাফহাতা শার্ট, রয়েছে একজনের পায়ের ছাপ, রক্তমাখা কিছু কাপড়, একটি গামছা ও নিলয়ের রক্তের স্যাম্পল। রোববার মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এফবিআইয়ের তিন সদস্যের একটি দলের বৈঠক হয়েছে। ওই বৈঠকে এফবিআই গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, যে কোনো কারিগরি সহায়তা দিতে তারা প্রস্তুত আছে।
দুঃখিত!!!!! নেট শ্লো হবার কারনে ছবি... ভিডিও যোগ করতে পারলাম নাহ্.... এখানে ক্লিক করলেই বিস্তারিত পাবেন!! অনুগ্রহ করে ক্লিক করুন।
বিষয়: বিবিধ
১৮৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখে এলাম
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কাজ থেকে এমন বক্তব্য কয়েক বছর আগে এলে দেশে আরো অনেক সমস্যা এড়ানো যেত বলে আমার বিশ্বাস। মন্তব্যের জন্য ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন