তথাকথিত মুক্তমনা.....র মূত্রতান্ত্রিক জীবন ও লেংটা সাজুর সাথে আশামনির বোতল পানীয়!!! হত্যাকাণ্ডের নতুন মোড়!

লিখেছেন লিখেছেন কথার_খই ১০ আগস্ট, ২০১৫, ০৭:১১:০২ সন্ধ্যা



আইনশৃংখলা বাহিনী ব্লগার নিলয় হত্যার তদন্ত করতে গিয়ে কয়েকটি প্রশ্ন তাদের বারবার ঘুরেফিরে আসছে। এর মধ্যে হচ্ছে ব্লগার নিলয় নিজেকে নিরাপত্তাহীন মনে করতেন। অথচ ঘটনার দিন তার বাসায় একজন অপরিচিত যুবক প্রবেশ করে ঘোরাঘুরি করে। ওই যুবক ঘর থেকে রান্নাঘর পর্যন্ত হাঁটাচলা করে। বাসাভাড়া না হওয়া সত্ত্বেও তাকে বাসায় প্রবেশ করতে দিয়ে হাঁটাচলা করতে দেয়ার বিষয়টি তাদের ভাবিয়ে তুলছে। এ ছাড়া খুনিদের তিনজনই নিলয়কে কোপাতে থাকে। প্রথমে একজন ও পরে আরও দু’জন তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে। আরেকজন অস্ত্র দিয়ে তার স্ত্রী ও শ্যালিকাকে বন্দি করে। তদন্ত কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, খুনিরা এলোপাতাড়ি কুপিয়ে গেলেও সিঁড়ি দিয়ে নামার সময় সিঁড়িতে কোনো রক্তের ছাপ মেলেনি। তার মানে খুনিদের মধ্যে তিনজন ভেতরেই পোশাক বদল ও পরিষ্কার করেছে, অপরজন নিচতলায় এসে পরিষ্কার করে আলামত রেখে যায়। সংশ্লিষ্টরা তদন্তের পাশাপাশি এসব বিষয় পর্যালোচনা করছেন। এ ক্ষেত্রে নিলয়-আশা মনির ব্যক্তিগত জীবনও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সংশ্লিষ্টরা দাবি করেছেন, নিলয়কে একাধিকবার হত্যার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু খুনিরা বিভিন্ন কারণে তাদের মিশন সফলে ব্যর্থ হয়। পরে মিশন সফল করতে গত শুক্রবার দুপুর বেলাকে বেছে নেয় তারা।

ব্লগার নিলয় হত্যার তদন্তে ১১টি আলামতকে কাজে লাগাচ্ছে। আর খুনিদের চারজনের ঘাড়ে ও পিঠে ছিল ব্যাগ। তারা এসেছিল কর্মজীবী সেজে। শুক্রবার ছুটির দিন ও জুমার নামাজের সময়কে খুনিরা ব্যবহার করে। প্রত্যেকের ব্যাগে ছিল বাড়তি কাপড়। খুনিরা পোশাক বদল করেই ওই বাড়ি ত্যাগ করে। আর গুরুত্বপূর্ণ আলামত হিসেবে নেয়া হয়েছে খুনিদের রেখে যাওয়া একটি রক্তমাখা হাফহাতা শার্ট, রয়েছে একজনের পায়ের ছাপ, রক্তমাখা কিছু কাপড়, একটি গামছা ও নিলয়ের রক্তের স্যাম্পল। রোববার মিন্টো রোডে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে এফবিআইয়ের তিন সদস্যের একটি দলের বৈঠক হয়েছে। ওই বৈঠকে এফবিআই গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, যে কোনো কারিগরি সহায়তা দিতে তারা প্রস্তুত আছে।

দুঃখিত!!!!! নেট শ্লো হবার কারনে ছবি... ভিডিও যোগ করতে পারলাম নাহ্.... এখানে ক্লিক করলেই বিস্তারিত পাবেন!! অনুগ্রহ করে ক্লিক করুন।

বিষয়: বিবিধ

১৮৯৯ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334966
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:১৪
কথার_খই লিখেছেন : !
334973
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৩৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


দেখে এলাম

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:১৫
276977
কথার_খই লিখেছেন : ওয়ালাইকুম সালাম, আপনাকে অনেক ধন্যবাদ।
334978
১০ আগস্ট ২০১৫ রাত ০৮:৫৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : চাই প্রকৃত কুনীরা চিহ্নিত হোক। অবশ্য তদন্তে প্রকৃত খুনীরা ধরা পড়লেও আসল ঘটনা চাপা থাকবে। এটা জানা কথা। অনেক ধন্যবাদ ..
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:২১
276978
কথার_খই লিখেছেন :
দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কাজ থেকে এমন বক্তব্য কয়েক বছর আগে এলে দেশে আরো অনেক সমস্যা এড়ানো যেত বলে আমার বিশ্বাস। মন্তব্যের জন্য ধন্যবাদ।
334986
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৪
ইসলামী দুনিয়া লিখেছেন : Click this link কাজের লিংক
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৪
276979
কথার_খই লিখেছেন : ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৬
276980
কথার_খই লিখেছেন : ধন্যবাদ।
334989
১০ আগস্ট ২০১৫ রাত ০৯:৫২
অনেক পথ বাকি লিখেছেন : পাগল ছাগলে দেশ ভরে গেছে।
১০ আগস্ট ২০১৫ রাত ১০:১১
276981
কথার_খই লিখেছেন : বুঝতে পারলামনাহ্..! কাকে পাগল ছাগল বললেন! সম্ভব হলে বুঝিয়ে বলেন প্লিজ।
335001
১০ আগস্ট ২০১৫ রাত ১১:০৯
শাহমুন নাকীব ফারাবী লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
276996
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
335011
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৩৩
মাটিরলাঠি লিখেছেন : ধন্যবাদ।
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
276998
কথার_খই লিখেছেন : Love Struck Surprised ধন্যবাদ
335013
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৩৫
আবু জান্নাত লিখেছেন : পড়ে এলাম At Wits' End At Wits' End At Wits' End At Wits' End
১০ আগস্ট ২০১৫ রাত ১১:৫৬
276997
কথার_খই লিখেছেন : স্বাগতম Love Struck
335025
১১ আগস্ট ২০১৫ রাত ১২:৩৪
সালসাবীল_২৫০০ লিখেছেন : হেতেরে কি ভূতে ধরছেনি, হেতে লেংটা হইছে কে ?
১১ আগস্ট ২০১৫ রাত ০১:১৫
277015
কথার_খই লিখেছেন : উপরের লিংকে গিয়ে বিস্তারিত দেখে আসুন!!! হেতেরে ভূতে ধরে নাই হেতে ভূত"রে ধরছে....। মূত্র মনা প্রকাশ করার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File