পাগলাদের কারকানা টুডেব্লগ...!!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২৮ জুলাই, ২০১৫, ১১:৩৫:৫০ রাত
টুডে ব্লগ কর্তৃপক্ষ কি অন্ধ হয়ে গেছেন? যদি তা হয়ে থাকে ধরে নিচ্ছি.... অন্ধের হাত ধরে আমরা আবর্জনার মধ্যে এগিয়ে যাচ্ছি.....!
যদি অন্ধ না হয় তা হলে গোমরা হয়ে গেছে.... গোমরাহীর ঔষধি কোন চিকিৎসা নেই....!
আমি পাগল.... ফখরুল পাগল..... রক্তলাল পাগল.... মুন্সী পাগল...!!! ব্লগটি পাগলাদের কারকানায় পরিণত হবার পরও ব্লগ কর্তৃপক্ষ ঘুমের গোরে আছেন!!
ব্লগের মানটা ভালো করতে আর কত চিৎকার করব??? আপনারা বলুন বলুন বলুন বলুন....।
না হয় ঘোষণা দিন আমাদের ব্লগ আমরা যেমনটি ইচ্ছে চালাবো কোন নীতি অনুসরন করবোনাহ্!!!
দুটো স্ক্রিন সর্ট দিচ্ছি এ বিষয়ে কিছুই বলছি নাহ্। বুঝে নিন কি বলতে চাই।
বিষয়: বিবিধ
১৩০২ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুটি স্ক্রিনশঠ দিয়ে কি বুঝাতে চেয়েছেন?
প্রথমটা বুঝলাম আপডেট হচ্ছে না।
কিন্তু দ্বিতীয়টাতে কি সমস্যা?
তা ছাড়া পাগলরাই যখন ব্লগার তখন এভাবে চলতে বাধা কোথায়? আপনিও পাগলে দলে চলে আসুন।
দ্বিতীয়টি নির্বাচিত পোস্ট.... কত তারিখের নির্বাচিত দেখে নিন।
তারপর মনের সুখে নিজেরে ভাসিয়ি দিন।
বেচে থাকার জন্য জব রয়েছে। এটা খন্ড কালিন।
এক ঘন্টা সময় দিতে না পারলে ব্লগ চালানোর প্রয়োজন আছে কি!??
কারন আমি গত এক মাস ব্লগে নিয়মিত না হয়েও
সবোর্চ্চ মন্তব্যকারীতে স্থান নিয়েছি
মনে হচ্ছে আপনি মমডুদের একজন!!!
ইস যদি মডু হতাম......
মনে হচ্ছে গুম হয়ে গেছে ব্লগ সমন্বয়কারীা...। আমাদেরই খূঁজে বের করতা হবে....। কলা গাছে আগুন লাগাইয়া আঁধারে..!!
সে ত তা হতে চাউ বলেই এত ছাগলামী করে যাচ্ছে। সেও এটেনশন পেলো আমরাও মজা পেলাম।
ভাবে সবাইকে ব্লক মারতেছে, আমরাও কোন দিন তার ব্লকে পড়ি?....
আমি আক্রমণে বিশ্বাস করিনাহ্!
1.মডু মামাদের ঈদের ছুটি শেষ হয়নি
2.জলাবদ্ধতায় পড়েছেন নেট ওয়ার্ক পাচ্ছেননা,
3.নতুন বিয়ে করেছেন,
4.পাত্রী পাননি তাই ব্লগে মন নেই,
5.ছাত্র-ব্লগ দেখার সময় নেই,
6.চাকরি থেকে অবসরে গিয়েছেন দায়িত্ব নেয়ার মত কেউ নেই,
7.ফোন চুরি যাওয়ায় ব্লগিং করতে পারছেননা, কম্পিউটারে কানেকশন নেই,
8.ঈদ ভালো হয়নি-হা হুতাশ এ কেটেছে তাই খেয়াল নেই
9.বাইরে থাকেন, অনেকদিন পর দেশে গেছেন ইত্যাদি
প্রবাবিলিটি ১০০% এখন হানিমুনে শুধু কথার_খই ভাইয়াকে রেখে গেছে উনি একাই সামলাতে পারছে না
মন্তব্য করতে লগইন করুন