দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হচ্ছে কৃষক ছবেদ আলীর পরিবার....!!

লিখেছেন লিখেছেন কথার_খই ১৫ জুলাই, ২০১৫, ০৬:০১:৩১ সকাল



দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে

বঞ্চিত হচ্ছে কৃষক ছবেদ আলীর পরিবার-

তিন বেলা ভাতই খাইতে পারি না

বাজান (বাবা)। সেমাই,চিনি, নতুন

জামা কাপড় কিনবো কি দিয়ে? পরের

জমিতে কাজ করে যে কয়টা টাকা

পাই তা ছেলেদের ওষুদ কিনতেই

শেষে হয়ে যায় - এভাই কথা গুলো বলে

কেঁদে ফেললেন গোপালগঞ্জের

কোটালীপাড়া উপজেলার কুশলা

ইউনিয়নের কান্দি- বানিয়ারী

গ্রামের বৃদ্ধ কৃষক ছবেদ আলী (৭০)।

তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে

দীর্ঘ ১০ বছর ধরে ঈদ আনন্দ থেকে

বঞ্চিত হচ্ছে এই পরিবারটি।

জানাগেছে,ছবেদ আলীর ছেলে

তিনটি জন্ম থেকে পঙ্গু নয়। সমাজের আর

দশটি শিশুর মতো এরাও এক সময় ছিল সুস্থ্য

সবল। অন্যান্য শিশুর মতো এরাও এক সময়

প্রাথমিক বিদ্যালয়ে লেখা পড়া

করেছে। প্রতিটি পঙ্গু ছেলে ১০-১২ বছর

পর্যন্ত স্বাভাবিক ভাবে চলাফেরা ও

খেলাধুলা করেছে বলে জানিয়েছেন

ছবেদ আলী। এর পর কোন এক অজানা

রোগে ফুট ফুটে তিনটি শিশুর হাত পা

শুকিয়ে যেতে থাকে। প্রথমে

এলাকার চিকিৎসকের কাছে তাদের

চিকিৎসা করায়। কোন ফল না পেয়ে

ঢাকাসহ দেশের বিভিন্ন

হাসপাতালে চিকিৎসা করিয়েও

কোন ফল হয়নি। ছবেদ আলীর ধারনা

উন্নত চিকিৎসা করাতে পারলে

ছেলে ইস্রাফিল (২৬),ইজাবুল (২৩)

,এনামুল (১৭) সুস্থ্য হয়ে উঠতো।

পঙ্গু তিন ছেলের চিকিৎসার খরচ

যোগাতে জমি জমা যা ছিল বিক্রি

করে তারা এখন নিঃস্ব। তার পরেও

ছবেদ আলী ছেলেদের চিকিৎসা

করাতে চায়।এ ব্যাপারে দেশের

বিত্তবানদের এগিয়ে আসার জন্য

অনুরোধ জানিয়েছেন।

অপর দিকে ছবেদ আলীর আছমা খানম

নামে একটি বিবাহ যোগ্য মেয়ে

রয়েছে। মেয়েটি সুস্থ্য-স্বাভাবিক

ভাবে জীবন যাপন করছে বলে

জানিয়েছেন ছবেদ আলীর স্ত্রী।

তিনটি ছেলে পঙ্গু থাকার কারনে

কোন ছেলে মেয়েটি বিবাহের

আসছে না। মেয়েটি এখন ছবেদ আলীর

গলার কাঁটা হয়ে দাড়িয়েছে।

সূত্র ফেসবুক।

বিষয়: বিবিধ

১২০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

330044
১৫ জুলাই ২০১৫ সকাল ০৬:৩২
ছালসাবিল লিখেছেন : বিরাট পরীক্ষা Worried এরকম পরীক্ষায় টিকতে পারলে তবে সুসংবাদ Worried কিন্তু টিকতে পারাটাই টাফ Give Up
330048
১৫ জুলাই ২০১৫ সকাল ০৭:৩৬
আব্দুল গাফফার লিখেছেন : Sad Sad অনেক ধন্যবাদ
330082
১৫ জুলাই ২০১৫ দুপুর ০৩:০৯
না বলা কথা লিখেছেন : আল্লাহ তুমি সাহায্য কর।
330144
১৬ জুলাই ২০১৫ রাত ১২:০২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দুঃখজনক।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File