ন্যায়ের পথে তরুণ প্রজম্ম, আমরা কখনো হবোনা অন্যায়ের কাছে নত

লিখেছেন লিখেছেন কথার_খই ০৫ মার্চ, ২০১৩, ০১:২২:১৯ রাত

রক্তের দামে ধ্বংস হবে

শত অন্যায় অবিচার,

আমরা ন্যায়ের সৈনিক

পথ পাড়ি দেবো শত বাঁধার।



ন্যায়ের সমাজ প্রতিষ্ঠার জন্য

হবেনা চেষ্টার কোন ত্রুটি,

আমরা লক্ষ লক্ষ তরুণ

সত্য ও ন্যায়ের পথে ছুটি।

আমাদের এই যাত্রা তীর-

ধনুক ও ধুমকেতুর মত,

আমরা কখনো হবোনা

অন্যায়ের কাছে নত।

যেখানে দেখবো অন্যায়

আমাদের প্রতিবাদ সেখেনে,

ন্যায়ের উৎশ্বাস ছড়াবো

আমরা তারুণ্যের প্রাণে প্রাণে।

অন্যায়ের পথে বাঁধা হওয়া

তারুণ্যের মূল দায়ীত্ব,

তবেই ন্যায়ের পথ গুলো

হবে গতিময় হবে প্রসস্থ !

রক্তের দামে ন্যায় ক্রয়

করতে চাই আমরা তারুণ্য,

তুচ্চ দামে অন্যায়ের কাছে

আমরা কখনো হবোনা পন্য।

বিষয়: বিবিধ

১২২১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File