গনতন্ত্রের গোড়াটা আজ হয়ে গেছে পঙ্গু

লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ মার্চ, ২০১৩, ১২:০৮:২৩ রাত

সহমতে মিলে বিরানি

ভিন্নমতের মিলে গুলি,

এ কেমন কথার খই

কেমন এই শ্রদ্ধাঞ্জলি ?





গনতন্ত্রের গোড়াটা আজ

হয়ে গেছে পঙ্গু,

বাকশালে হিংশ্র থাবায় গ্রাস-

হলো নদী পদ্দা মেঘনা সাঙ্গু !

প্রতিবাদীর রক্তে লাল হল

আমাদের প্রিয় নদী,

মাবতার বলাই নেই

দরকার শুধু গদি !

গদির গোড়া সচল রাখতে তারা

ধ্বংস চাই কে আছে প্রতিদন্ধী,

গদির জন্য ধর্মের জলাঞ্জলী

নাস্তিকের সাথে সন্ধী ।

গনতন্ত্রের মুখোশে দেখি

বাকশালের দোড় ঝাপ,

প্রজাতন্ত্রের প্রজার মুখে

কথার খই আ..বাপরে বাপ !

লাশের উপর লাশ পড়েছে

উর্বর মাঠি ভিজে আজ রক্তে,

৭১এর চেতনা খুঁজি

পেশি শক্তির বৃত্তে !!

বিষয়: রাজনীতি

১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File