পুরনো ব্যানারের মৃত্যু হোক কবর হোক তার জন্য নিরাপদ স্থান! নতুন এর জায়গা হতে হবে ব্লগে মায়ের গর্ভস্থ ব্যানারের এটাই অবুঝ আহবান।
লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:২১:৫০ দুপুর
আমি একজন ব্যানার ওয়ালা টুডেব্লগে গুরে বেড়াই অনায়াসে,
ব্লগার'রা দেখে দেখে আমার অযোগ্যতার কথা ভেবে লুকিয়ে লুকিয়ে হাসে!
হাসির মাত্রা ক্রমে ক্রমে যাচ্ছে হিংসা প্রতিহিংসার অভয়ারণ্যে,
আমার ব্যানার বানানোর কঠিন অংকের ফলাফল হচ্ছে বার বার শূন্যে!
টুডেব্লগ সম্পাদক কৃতক অবহেলা ব্লগারদের... (তুক্কু) আমার মন করেছে ক্ষতবিক্ষত!
ব্লগ সম্পাদক আছে এখনো অবিচল এখনো আছে সে নিজের মত।
ব্যানারের কান্না কতদিন আর হবেনা কি কোনদিন তার কান্নার শেষ?
কখনো কি হবেনা নতুন ব্যানার পুরনো ব্যানার কি হবেনা কখনো লাশ?
পুরনো ব্যানারের মৃত্যু হোক কবর হোক তার জন্য নিরাপদ স্থান!
নতুন এর জায়গা হতে হবে ব্লগে মায়ের গর্ভস্থ ব্যানারের এটাই অবুঝ আহবান।
বিষয়: বিবিধ
১৩৯৫ বার পঠিত, ২৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমার সাথে আপনাকে চাই যুদ্ধের ময়দানে.....!>-
হেব্বি টাইটেল।
একদম আমার মনের কথাটা বলেছে। কেম্নে বুঝলে গো
আফরা আপু আরোও অনেক কিছু বুঝে। @পেরারী মন।
বঙ্গবন্ধুর ছবি ছাড়াই কি ব্যানার দিতে চেষ্টা করতেছেন ?
মন্তব্য করতে লগইন করুন