বৃষ্টিতেও সমাবেশস্থলে জনসমুদ্র...... অনলাইনে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ দেখার জন্য লিংক চাই......!!

লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ আগস্ট, ২০১৪, ০৪:৩৯:৪২ বিকাল

বৃষ্টি উপেক্ষা করেও ২০ দলীয় জোটের সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়েছে।



জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদ ও বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরের আগে থেকেই সমাবেশস্থলে মানুষের ঢল নামে। বেলা ৩টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও ১০ মিনিট আগেই কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর মধ্যেই সোয়া ৩টার দিকে বৃষ্টি নামে। বৃষ্টিতে ভিজেই সমাবেশস্থলে শীর্ষ নেতাদের বক্তব্য শুনতে থাকেন উপস্থিত জনতা। এছাড়াও বৃষ্টি উপেক্ষা করে চারদিক থেকে সমাবেশস্থলে মানুষের ঢল নামে। দীর্ঘ বৃষ্টিতেও জনসমুদ্রে পরিণত হয়েছে ২০ দলীয় জোটের আজকের সমাবেশ।

- See more at: http://www.sheershanews.com/2014/08/19/48210#sthash.jIsT4BTF.dpuf

বিষয়: বিবিধ

১১৫৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

255959
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:২৪
হতভাগা লিখেছেন : এই সব কাহিনী করে কোন লাভ নেই । ২০১৯ এর জানুয়ারী পর্যন্ত অপেক্ষা করতে হবে ।
255970
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪০
তায়িফ লিখেছেন : হয় অসহযোগ আন্দোলন করুন। নতুবা তাবলীগে চলে যান বউত ফায়দা হবে। খামাকা পাবলিকের সময় লস করে লাভ নাই। বিক্ষোভ মিশিল, সমাবেশ কেউ খায় না।
255974
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৪৭
সেলিম জাহাঙ্গীর লিখেছেন : কথার_খই
জনসভার এই ছবিটা আজকের নয়,
এটা আপনি পাইলেন কই?
সত্যের পথে চলে
মিথ্যার কথা বলে ধর্ম হয় না।
১৯ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫১
199514
কথার_খই লিখেছেন : অনলাইনে সরাসরি সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ দেখার জন্য লিংক চাই......!!


পোষ্টে জবাব থাকতে রাগী হলে কি চলে?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File