পুলিশের দ্বায়িত্ব কি? কার স্বার্থের দালালি? শেষ পর্যন্ত কারখানাতেই ঈদের দিন পার হয়ে গেলো তুবা গ্রুপের ১,৬০০ শ্রমিকের!!! এ নিয়ে পুলিশের সঙ্গে কয়েকবার সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক আহত!!

লিখেছেন লিখেছেন কথার_খই ৩০ জুলাই, ২০১৪, ০৮:৫৫:০২ সকাল



শেষ পর্যন্ত কারখানাতেই ঈদের দিন পার হয়ে গেলো তুবা গ্রুপের ১,৬০০ শ্রমিকের।

মঙ্গলবার ঈদের দিনও তারা সোমবারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরণ অনশন করে যাচ্ছেন।

তিন মাসের বেতন বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা কারখানাতে ঈদের দিন কাটাচ্ছেন। সেই সঙ্গে সোমবার সন্ধ্যা থেকে চালিয়ে যাচ্ছেন আমরণ অনশন কর্মসূচি।

শ্রমিকরা জানান, যেহেতু তাদের ঈদের দিনও শেষ, সেহেতু সবই শেষ হয়ে গেছে।

আর তাই এখন মনের ক্ষোভ-কষ্টকে সঙ্গী করে যতক্ষণ পর্যন্ত না বকেয়া বেতন বোনাস না পাচ্ছেন কারখানা ছাড়বেন না বলে জানান তারা।

ঈদের দিন মঙ্গলবার রাজধানীর বাড্ডা এলাকায় তুবা গ্রুপের কারখানায় গিয়ে দেখা গেলো এমনই মর্মস্পর্শী দৃশ্য।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটের সাত তলায় শ্রমিকরা একত্রিত হয়ে বসে আছেন। তাদের চোখে মুখে কান্না আর তীব্র হতাশার ছাপ।

ঈদের দিন যেখানে পরিবার-পরিজন নিয়ে খুশিতে দিন উদযাপনের কথা সেখানে বেতন বোনাসের জন্য কারখানায় বসে রয়েছেন তারা।

শ্রমিকরা বলেন, আমাদের দেখার কেউ নেই। আমরা তো সাহায্য চাচ্ছি না আমরা আমাদের পরিশ্রমের মজুরি নিতে এসেছি। তবুও কেনো আমরা তা পাবো না!

জানা গেছে, তুবা গ্রুপের পাঁচটি কারখানা তুবা ফ্যাশন, তুবা টেক্সটাইল, তুবা বুকশান, মিতা ডিজাইন ও টাইপ ডিজাইন। এই সবগুলোই বাড্ডায় অবস্থিত।

এ ৫ কারখানায় প্রায় ১৬শ’ শ্রমিক কাজ করেন। গত তিন মাস ধরে এই শ্রমিকরা কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। ইতোপূর্বে বেতন ভাতার জন্য তারা রাস্তায়ও নেমেছেন।

এ নিয়ে পুলিশের সঙ্গে কয়েকবার সংঘর্ষের ঘটনায় প্রায় অর্ধশত শ্রমিক আহত।

বিষয়: বিবিধ

৯৭০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

249441
৩০ জুলাই ২০১৪ সকাল ০৯:৪২
হতভাগা লিখেছেন : ঈদের সময় বেতন বোনাস না দিলে কেমন লাগে তা কেবল মাত্র ভুক্ত ভোগীরাই জানে ।
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:০৫
193798
কথার_খই লিখেছেন : হ্যাঁ ভাই আসলে তাই!
249459
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৪৮
আহ জীবন লিখেছেন : পুলিশ রক্ষক নয় ভক্ষক ও ভক্ষকের সাহায্যকারী।
৩০ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
193804
কথার_খই লিখেছেন : <:-P সাধারণ শ্রমিকদের পাশে কেউ নেই ঈদে!!!!!
249470
৩০ জুলাই ২০১৪ সকাল ১১:৩৭
দ্য স্লেভ লিখেছেন : এর পেছনে একটা বিরাট কাহিনী আছে। সেটা লম্বা।....মালিক পক্ষ যা কামানোর কামাইছে,এখন কারখানা ওরা বরং নিজেরা বোম মেরে উড়িয়ে দিলেই বাচে...
৩০ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪২
193887
কথার_খই লিখেছেন : পেছনের খবরাখবর কর্তৃপক্ষ কবে জানবে? কবে? Surprised Surprised
৩০ জুলাই ২০১৪ রাত ১১:৩৫
193954
দ্য স্লেভ লিখেছেন : সে খবর তারা জানে,কিন্তু মাল খেয়ে টাল। মানে তার ভাগাভাগি আছে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File