একজন প্রবাসী ও তার পরিবার, তিন মাসের ছুটি এবং স্বপ্নচারি মানুষ গুলো... সাথে বউয়ের বিনয়ী আমন্ত্রণ। ছবি যোগ করলাম!!
লিখেছেন লিখেছেন কথার_খই ২০ জুলাই, ২০১৪, ০৮:২৬:৩৮ রাত
দেশের মানুষেরা মনে করে প্রবাসী মানে টাকা আর টাকা! বাবা দেখে স্বপ্ন ছেলে পাঠাবে টাকা বাড়িটা হবে পাকা,
মা দেখেন স্বপ্ন ছেলে পাঠাবে টাকা মেয়ের বিয়ে দেব ধুমধামে মেয়ে থাকবে মহা আরামে, ভাই স্বপ্ন দেখে ভাই পাঠাবে টাকা কিনবো মোটরসাইকেল গুরবো মনের সুখে, বোন দেখে স্বপ্ন পাঠাবে টাকা কিনবো নতুন জামা নতুন কসমিটিক, বউ স্বপ্ন দেখে স্বামী পাঠাবে টাকা নেবো শাড়ি বেড়াতে যাব বাপের বাড়ি,
ছেলে মেয়ে থাকলে স্বপ্নের লিষ্ট আরও দির্ঘ্য হবে।
স্বপ্ন পুরনের তাগিদে প্রবাসী বেচারা শ্রম দিতে থাকে মাস শেষে বেতন পেয়েই দেশে..
তবুও পরিবারের সমস্যার শেষ হয়না!! প্রতিদিন নতুন সমস্যা নতুন সংকট নতুন অভাবের বুলি আসে টেলিফোনে, কি করার আছে মানুষ একজন কম বেতনের চাকরি? টেনশন আর যন্ত্রণায় ব্যস্ততার মাঝে সময় গুলো অতিবাহিত হয়ে যায়, সময় যেতে যেতে ১/২বছর করতে করতে ৪/৫বছরও হয়ে যায়! কিন্তু স্বপ্নচারিদের পক্ষ থেকে পাওয়া যায়না দেশে পেরার আমন্ত্রণ!!!
যদিও বউ তার জৈবিক চাহিদা ও আন্তরিকতার মোহে মিনতি করে বলে ওগো আর দেরী করোনা ফিরে এসো এবার......!! বউয়ের বৃষ্টিময় কথায় এই মরুময় মন শান্ত হয়ে যায়!
ইচ্ছে হয় ছুটে যাই দেশে কিন্তু প্রবাসীর ইচ্ছা কি এত সহজে পূর্ণ হয়? দেশে যাবার চিন্তা মাথায় আসার সাথে সাথে হিসাব শুরু হয় মনে মনে কার জন্য কি নিয়ে যেতে হবে! কত টাকার দরকার হবে.....
হিসাব করে দেখা যায় যা নিয়ে যেতে হবে তার চেয়ে টাকা কম আছে! ২/৩মাস অপেক্ষা করা.....
সব তৈরী হবার পর দেশে পেরা....
সবাই মোটামুটি খুশি ১দিন ২দিন ১সাপ্তাহ পর শুনতে হচ্ছে অভিযোগ ভাইয়ের কেন আইফোন আনা হয়নি! কমদামি ফোন ব্যবহার করবোনা!
তিন মাস ছুটি,
১৫/২০দিন পর শুনতে বাবার মুখে মুদির দোকানে এত হাজার বাকি! অমুকের কাছে দার এত তমুকের কাছে এত.....
শুনে নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ে,
জিজ্ঞেসা করি মাসে মাসে টাকা পাঠাইলাম এর পরতো ঋণ হবার কথা নয়! বাবা মহা গরম শুরু হল ভাঁজে ভাঁজে কথা!!!
বউয়ের কথা শুনে নাকি আমি বদলে গেছি এ কথা ও কথা.......
ছুটি শেষ, ফিরে যাব দূর প্রবাসে এবার হিসেবের পালা কার কাছে কত দেনা, দেনার বোঝা ও সুখ দুঃখের সৃতি মাথায় নিয়ে আবার প্রবাসে ফেরা.......
জানিনা এভাবে আর কতদিন জানিনা জানিনা জানিনা.......
প্রবাসীর কিছু কর্মময় ছবি..... ছবির ব্যপারে কারও আপিত্তি থাকলে মুছে দেয়া হবে।
বিষয়: বিবিধ
১৫৩১ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন