কারো মনের গহীনে কি নিচের এই কথা গুলো লুকিয়ে আছে??
লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ জুলাই, ২০১৪, ০২:১৫:২৪ রাত
আল্লাহ্ তোমার নেই তুলনা
তুমি একক তুমি দয়াময় ,
তোমার ইশারা ছাড়া হয়না
কোন সৃষ্টি , কোন প্রলয় !
তোমার সৃষ্টি কত সুন্দর
ফুল ফসলে ভরা ,
সৃষ্টির প্রতি প্রান্তে অবিরল-
রয়েছে তোমার পাহারা ।
সৃষ্টিতে কোন সৃষ্টিই তোমার
আহার মুক্ত নয় ,
আল্লাহ্ তুমিই দিয়েছ
আহার সকল সৃষ্টিকে অবলিলায় ।
তোমার কাছে অভাব নেই
তুমিই রিযিক দাতা এক মাত্র ,
আমরা মালিক নয় কোন-
কিছুর , তুমিই মালিক এক ছত্র ।
তোমার দেয়া ঋণ পারবনা
সোধ করতে , ক্ষমা কর দয়াময় ,
তোমার দয়া ছাড়া নেই
কোন কিছুর জয় ।
তোমার দয়ার প্রশংশা করতে
শিখিয়েছে আমাদের আল-কোর'আন ,
তোমার প্রশংশা সহ নামাজ পড়ে
জানাই চাওয়া ও গুনা মাফের আহবান ।
নামাজ পড়ার নিয়ম জেনেছি
মোহাম্মদ ( সাঃ ) এর কথায় ,
মোহাম্মদ ( সাঃ ) রবে চিরকাল
আমাদের অন্তরের ভালোবাসায় ।।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
বিষয়: বিবিধ
১০৭৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন