ভিডিও সহ..... এপির ১৯৭৪ সালের ২৯শে জুনের ঐ ভিডিওতে দেখা যায়, আওয়ামীলীগ সর্মথকরা 'বঙ্গবন্ধু জিন্দাবাদ শেখ মুজিব জিন্দাবাদ' বলে শ্লোগান দিচ্ছে।এপির ১৯৭৪ সালের ২৯শে জুনের ঐ ভিডিওতে দেখা যায়, আওয়ামীলীগ সর্মথকরা 'বঙ্গবন্ধু জিন্দাবাদ শেখ মুজিব জিন্দাবাদ' বলে শ্লোগান দিচ্ছে।
লিখেছেন লিখেছেন কথার_খই ১৬ জুলাই, ২০১৪, ০৮:২৫:২৪ রাত
জয়ের একটি বির্তকিত মন্তব্য ব্যপক সমালোচিত হয়। সেখানে জয় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশে একটি রাজনৈতিক দল রয়েছে, যারা জয় বাংলা বলতে লজ্জা পায়। তারা বাংলাদেশ জিন্দাবাদ বলে। জিন্দাবাদ উর্দু শব্দ। যে পাকিস্তান বাংলাদেশের ৩০ লাখ লোককে হত্যা করেছে, ভাষার জন্য আন্দোলনকারীদের হত্যা করেছে, তারা বাংলার মাটিতে কীভাবে রাজনীতি করে। তাদের এ দেশ ছেড়ে পাকিস্তানে চলে যাওয়া উচিত। তারা পাকিস্তানের এজেন্ট।’জয়ের এই বক্তব্যের পরপরই আসিফ নজরুল তার ফেসবুক পেজে জয়ের এই বক্তব্যের সমালোচনা করে বলেন, 'আওয়ামী' শব্দটাও উর্দু সেক্ষেত্রে জয়ের মন্তব্য কি হওয়া উচিৎ।জিন্দাবাদ নিয়ে জয়ের মন্তব্যের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ অনলাইনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের একটি ভিডিও ফুটেজ ব্যপক আলোড়ন সৃষ্টি করে। ফেসবুকে যারা এই ভিডিওটি শেয়ার করেছেন, তাদের অনেকেরই প্রশ্ন এই ভিডিওর পরিপ্রেক্ষিতে জয়ের মন্তব্য কি?ভিডিওটির ১মিনিট ৪৪ সেকেন্ডের সময় সেই শ্লোগান শোনা যাবে, যেখানে বলা হচ্ছে 'বঙ্গবন্ধু শেখ মুজিব জিন্দাবাদ জিন্দাবাদ'
বিস্তারিত এখানে https://m.facebook.com/story.php?story_fbid=677630012315501&id=122121397866368&ref=m_notif¬if_t=video_processed&actorid=20531316728
বিষয়: বিবিধ
১০৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন