স্ববলের পক্ষে সবাই আজ!!!! অন্যায় না করেও পরাজয় দুর্বলতার..... কবিতায় প্রতিবাদ.... ছবি ব্লগ
লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ জুলাই, ২০১৪, ০৯:০৫:১৫ রাত
রক্ত ঝরছে ঝরছে চারদিকে!!
মানুষ হয়ে গেছে রক্তের ভক্ত!
নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে
লজ্জাহীন বিশ্ব নেতৃত্ব!!!
মানব অধীকারের কর্তারা
অন্ধ হয়ে এখন ভন্ডামীতে ব্যস্ত!
মুসলিম দেশের ক্ষমতাবান
নেতারা মুখ বন্ধ রাখতে অভ্যস্ত!
আমারা সাধারণ মানুষ
করতে পারি শুধু ঘৃণা মনে মনে,
দেখে হাহাকার, রক্ত, মৃতদেহ-
জল জমে উটে দু'চোখের কোনে!!
আল্লাহর কাছে দোয়া করা ছাড়া
নেই অন্য কিছু বাকী আর!
স্ববলের পক্ষে সবাই আজ!!!!
অন্যায় না করেও পরাজয় দুর্বলতার।
এভাবে আর কত অন্যায় অবিচার দেখব?
আল্লাহ আমাদের করে দাও ক্ষমা,
আমারা যত করেছি অপরাধ
যত অতিক্রম করেছি সিমা।
হে আল্লাহ তোমাকে মানার মত
মানতে পারিনি তাই রক্ত আর রক্ত!
তোমার কাছে ক্ষমা চাওয়ার মত-
চাইতে পারিনি তাই তুমি বিরক্ত।
মানিনি কোরআনকে জীবন বিধান হিসাবে
মানতে পারনি মোহাম্মদ (সাঃ)কে জীবনের আদর্শ!
তাই মানতে হচ্ছে লান্চনা বন্চনা
দেখতে হচ্ছে রক্ত, হতে হচ্ছে ধ্বংস।
ফিরে আসতে হবে আল্লাহর দিকে
ক্ষমা চেয়ে আল্লাহর কাছে সকল ভুলভ্রান্তি,
মনে রাখতে হবে এ দুনিয়ার
হায়াত নিয়ে আমরা পরিক্ষার অতিথি।।
বিঃ দ্রঃ- ফিলিস্তাইনে ইসরায়েলের বর্বরোচিত হামলার দৃশ্যপট দেখে মনটা ক্ষতবিক্ষত, কিছু করতে পারছিনা ফিলিস্তাইনিদের জন্য সহমর্মিতা জানাচ্ছি অন্তরের অন্তস্থল থেকে......
ইসরায়েলিদের প্রতি রহিল অন্তরের সমস্ত ঘৃণা দিক্কার।
বিষয়: বিবিধ
২০২৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন