জয়র অধিকাংশ কথা বার্তা নিম্নমানের: স্যার আসিফ নজরুল, স্যারকে সালাম জানাচ্ছি সত্য কথাটি বলার জন্য

লিখেছেন লিখেছেন কথার_খই ১৩ জুলাই, ২০১৪, ০৪:৫০:৪২ রাত



প্রধানমন্ত্রীর পুত্র ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের কথা শুনে অবাক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড.আসিফ নজরুল।

শনিবার তার ফেইসবুক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।তিনি বলেন, সজিব ওয়াজেদ জয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। জিন্দাবাদ উর্দূ বলেই বিএনপিকে পাকিস্তান চলে যেতে হবে?

আওয়ামী লীগ দলের নাম উর্দূ ইংলিশ মিশ্রিত উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী একটি র্উদূ শব্দ আর লীগ ইংলিশ।

‘আওয়ামী লীগ’ এই দলের নামেই কোনো বাংলা শব্দ নেই। তাহলে কি তাদের বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে?

ড. আসিফ নজরুল বলেন, জয়ের অধিকাংশ কথা বার্তা এতো নিম্নমানের। মনে হয়না উচ্চ শিক্ষিত একজন মানুষ তিনি।

এদিকে শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে সুচিন্তা ফাউন্ডেশন নামের একটি সংগঠন আয়োজিত সেমিনারে প্রধানমন্ত্রীর ছেলে এবং তাঁর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, যারা ‘জয় বাংলা’ না বলে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলে, তারা পাকিস্তানের এজেন্ট। তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।

প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় বিএনপির সমালোচনা করে বলেন, তাদের বিরোধী দল বলব না, কারণ তারা সংসদে নেই। তারা ‘জয় বাংলা’ বলে না, বলে ‘জিন্দাবাদ’। যেটা উর্দু শব্দ। বাংলা ভাষায় ‘জিন্দাবাদ’ বলে কোনো শব্দ নেই। ভাষা আন্দোলনে আমরা উর্দুর বিরোধিতা করেছিলাম। এখনো তারা সেটাই ব্যবহার করে। যারা ‘জিন্দাবাদ’ বলে, তারা বাঙালি নয়, পাকিস্তানের এজেন্ট। তারা দেশ থেকে চলে যায় না কেন? যারা এ দেশে থেকে ‘জিন্দাবাদ’ বলে, তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত।http://bd24live.com/details/5907

বিষয়: বিবিধ

১৪৯৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244285
১৩ জুলাই ২০১৪ সকাল ০৭:৩৫
আল সাঈদ লিখেছেন : হাসির পাত্র সেটা তো প্রমান করছে গত রমজানেই।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৫:৫৮
189967
কথার_খই লিখেছেন : প্রমাণ নিয়ে আমাদের সচেতন থাকতে হবে! ধন্যবাদ
244294
১৩ জুলাই ২০১৪ সকাল ০৮:৫৩
গ্রামের পথে পথে লিখেছেন : কিন্তু আপনার ফাঁটাগলা স্যারের সব কথাই হকার ফেরিওলার মত।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০০
189969
কথার_খই লিখেছেন : আপনার লাগতেই পারে কারণ আপনার ওতো ভালবাসা আছে! Rolling on the Floor
244310
১৩ জুলাই ২০১৪ সকাল ১১:১০
বেআক্কেল লিখেছেন : হেই ব্যাটা এহনও নাবালক! তারে লইয়া এত চিৎকার করার কুন অর্থ হয়! ব্যাটার এহনও অপবিত্র মাথা কাটা হয় নাই। ব্যাটা পুরো দিন মাথা চুলকাইতে ব্যস্ত থাকিত বিধায় আমাদের আমেরিকান জগত ভাবী গোস্বা কইরা বাপের বাড়ীতে চইলা গ্যাছে।

হের নাম জয়, হেইডা তো বাংলা নাম না।
হের মায়ের নাম হাসিনা, হেইডা ও বাংলা না।
হের নানার নাম মুজিব, হেইডা ও বাংলা না।
হের বাবার নাম ওয়াজেদ, হেইডা ও বাংলা না।
হের বউয়ের নাম কি জানি!, হেইডা ও বাংলা না।
মামা, খালু, চাচা, দাদা চৌদ্দ গোষ্টিতে বাংলা কিছুই নাই, শুধু মাত্র অপবিত্র মাথাটি ছাড়া। আর হে এত্ত বড় কতা কয়!! লজ্জায় মইরা যাই।
১৪ জুলাই ২০১৪ সকাল ০৬:০২
189971
কথার_খই লিখেছেন : আমিও লজ্জিত হয়েছি আগের পোষ্টে বিস্তারিত Waiting

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File