কলম হোক সত্য, ন্যয় এবং শান্তির পক্ষে.......
লিখেছেন লিখেছেন কথার_খই ১০ জুলাই, ২০১৪, ০৮:৫৪:০৫ রাত
হাতে হাত কড়া লাগে-
দেখি আজ ন্যায়ের হাতে ,
ন্যায়র কথা বলে যারা
তাদের লাঞ্চনা মিলে আগাতে আগাতে !!
অন্যায়ের লালন চলছে দেশে দেশে
দুষ্ট নেতত্বের আগ্রসনে !
ন্যয়ের কলম তবু থেমে নেই
কলম চালিয়ে যাচ্ছে যে যার অবস্তানে ।
সচেতন মানুষের কলম হোক
সত্য, ন্যায় এবং শান্তির পক্ষে ,
সত্য ন্যায়র পক্ষে লিখার শক্তি দাও-
হে আল্লাহ্ আমার এ দূর্বল বক্ষে ।
সত্যের বিজয় আসবে ইনশাহ্ আল্লাহ্
যদি থকি আমরা ধর্যের সাথে ,
সত্য ম্রিয়মান হবেনা-
অসত্যের কোন আগাতে ।
সত্যের পতাকা উড়বে'ই উড়বে
প্রতিটি মুমিনের হৃদয়ে ,
অলসতা দূর করে ''থাকব''
প্রতিদিন সত্যের সাথে নির্ভয়ে ।
আমার ভয় শুধু একটি মাত্র সত্তার
যার শুরু নেই শেষ নেই তিনি এক আল্লাহ্ ,
আমাদের কালিমা লা ইলাহা ইল্লল্লাহু -
মুহাম্মদুর রাসুলুল্লাহ্ ।
আমার নিত্য কামনা মিত্যুর সময় যেন
পাঠ করি মধুর সে কালিমা ,
কালিমার জোরে পাব 'বিশ্বাস'
আখেরাতে আল্লাহর কাছে ক্ষমা ।।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
।
বিষয়: বিবিধ
১৩১২ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন