বিতর্ক নামাজঃ ব্লগে যদি কারো জানা থাকে কোরআন বা সহীহ হাদিসের ভিত্তিতে, মন্তব্যের মাধ্যমে জানালে উপকৃত হতাম।
লিখেছেন লিখেছেন কথার_খই ০৬ জুলাই, ২০১৪, ০৭:২০:২৩ সন্ধ্যা
সাধারণত আমারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে যোগ হয় তারাবী'র নামাজ।
এশার নামাজের চার রাকাত সুন্নাত আদায় করার পর ফরজ চার রাকাত ইমামের পেছনে জামাতের সাথে আদায় করা হয়,
এর পর দুই রাকাত সুন্নাত আদায় করি, তার পর ইমামের পেছনে জামাতের সাথে আদায় বিতির নামাজ আদায় করি।
আমার প্রশ্ন হল তারাবীর নামাজের আগে বিতর নামাজ আদায় করা যাবে কিনা?
আমার এক বন্ধু তারাবী নামাজের আগে আদায় করল বিতর নামাজ!
এই নিয়ে শুরু হল সহমত ভিন্নমত!!!
জানতে চাই কার মতামত ঠিক।
ব্লগে যদি কারো জানা থাকে কোরআন বা সহীহ হাদিসের ভিত্তিতে, মন্তব্যের মাধ্যমে জানালে উপকৃত হতাম।।
বিষয়: বিবিধ
১১৮৫ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
---------------------------------
বিতরের স্বলাত ::
সহিহ বুখারী :: খন্ড ২ :: অধ্যায় ১৬ :: হাদিস ১১২
মুসাদ্দাদ র: ................. আবদুল্লাহ ইবন উমর রা: খেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (সা) বলেছেন: বিতরকে তোমাদের রাতের শেষ সালাত করবে।
---------------------------------
Witr Prayer ::
Bukhari :: Volume 2 :: Chapter 16 :: Hadith 112
Narrated `Abdullah bin `Umar:
The Prophet (sallallahu 'alaihi wa sallam) (p.b.u.h) said, "Make witr as your last prayer at night."
======
তবে কেউ জদি বিতিরের পরে আরো সালাত আদায় করতে চায় তাহেল এক রাকাত পড়ে আগে বিতিরকে জোড় করে নিবে তারপরে সে নামায পড়বে শেষে গিয়ে আবার বিতির পড়বে।
মন্তব্য করতে লগইন করুন