তুমিও মা হবে..... আমার মা আমার অহংকার.... তোমার মা তোমার অহংকার.....

লিখেছেন লিখেছেন কথার_খই ০৬ জুলাই, ২০১৪, ০৪:৫৭:০৮ রাত



আল্লাহর অশিম কৃপায়

মা তুমি জম্ম দিয়েছ আমায় ,

কি দিয়ে মা বল

তোমায় স্বাগত জানায় ?



দূর্বিষহ প্রসব বেদনা

অতুল্য যন্ত্রনা মা তোমার !!

আমাতে আছে কি মোহ -

ছিড়ে পোড়াও, অনুভবে বুজার ??



থাকত যদি এই মনে

অনুভবের তিপ্ত জোর ,

তবে করতাম না কথায় কাজে

মা তোমার মন আঁধার !



মাগো তুমি আমায়

১০ মাস ১০ দিন গর্ভে রেখে ,

অসয্য যন্ত্রনা সয়েছ আমার-

জম্মের স্বপ্ন কল্পমুখ মনে এঁকে !!!



স্বপ্ন মুখের প্রতশ্রুতির সামনে

গর্ভসময়ে ভেঙ্গছে ঘুম মধ্য রাতের !

কতযে মুখ রোচক খাদ্য ছেড়েছ

আশা রেখে প্রতিশ্রুত সুস্থ সন্তানের !!!!



মায়ের মত ধৈর্য্য ধরে

নীরবে সয্য করবে কে ??

মাগো তোমার মত আদর করে

আমায় বুকে টেনে নেবে কে ???



মাগো তোমার ঝরাযুতে বসে

নিয়েছি অভিরত রক্ত শুষে !!

আল্লাহ্'র ইচ্ছায় মিশেছে তোমার রক্ত

আমার প্রতিটি হাড় মাংসে !!!



মাগো জম্ম নেওয়ার সময়ও

করেছি তোমায় রক্তক্ত !

জম্মের পরেও দিয়েছি মাগো

ক্রমে ক্রমে শত নীল বেদনার ক্ষত !!



মাগো তোমার কোলে বসে

৩০ মাস পান করেছি বুকের দুধ,

বল মাগো বল কি করে করব

এত বড় ঋণ সোধ ???



মাগো তোমায় দিয়েছি -

অতই কষ্ট জ্ম্ম থেকে !

তবুও মাগো তুমি মমতায়

আদরে আমায় রেখেছ বুকে !!!



মাগো তোমার এতো বিশাল-

মন জানার ছিল বাকী ,

মা' তোমার মত মায়ের জন্য

মনে নতুন করে নকশা আঁকি ।



ওগো মা তোমায় সালাম

ক্ষমা করে দাও মোরে,

না হয় আমার দৈন্নদিন-

জীবন রবে আঁধারে ।



মাগো মা বুজিনা আমি

তোমার মনের গুপ্ত কষ্ট ,

মাগো আমার জন্য করেছ

তুমি হরেক সুখের সময়্ নষ্ট ।



আমার সুখ দেখে তুমি

করেছ সুখ শান্তি অনুভব !

মাগো আমার সুখেতে বুজেছ

তোমার বুকে সুখের শত কলরব !!



মা ওগো মা তোমার প্রতিটি ত্যাগ

এক একটি অনুকরনের মত স্তম্ভ ,

তোমার মত মা আছে তাই

মনে আমার হাজারো গর্ব ।



তোমার মত মা যার আছে

তার আবার দূঃখ কিসের ?

উদ্ভাসিত বুকে সুখের স্রোত লয়ে

করছি আনমনে সেতু পারাপার ।



বিষয়: বিবিধ

২৩০৪ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

242155
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:১৭
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো মাকে নিয়ে গল্প। ধন্যবাদ আপনাকে
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৮
188024
কথার_খই লিখেছেন : আপনাকেও ধন্যবাদ, মাকে যা দেওয়া উচিৎ আসলে আমরা সন্তানেরা তা দিতে পারিনা বিভিন্ন পরিস্তিতির কারণে!!
কোন সন্তানই পারবেনা মায়ের ঋণ সোধ করতে। মা আমায় ক্ষমা করো।
242158
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৩৮
ভিশু লিখেছেন : দারুণ! কিন্তু মায়ের কথা বলে কি কখনো শেষ করা যায়?!
০৬ জুলাই ২০১৪ সকাল ০৫:৪৫
188028
কথার_খই লিখেছেন : মায়ের কথা বলে শেষ করা যায়না, ঠিক বলেছেন। মাকে ভালোবাসি কিন্তু ভালোবাসা প্রকাশ করতে পারিনা!! প্রকাশ করতে গেলে হাজার ঝামেলার হতে হয়।
মা আমায় ক্ষমা করো।
242212
০৬ জুলাই ২০১৪ সকাল ০৮:৪৫
সন্ধাতারা লিখেছেন : It is a fantastic feelings and writing regarding mother. Jajakalla khairan.
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৫৮
191779
কথার_খই লিখেছেন : Good Luck ধন্যবাদ
247005
২২ জুলাই ২০১৪ রাত ০২:৪৩
আফরা লিখেছেন : আমার সন্তানেরা বুঝি না মাকে খুশী রাখা কত সহজ ।মাকে খুশী রাখার জন্য মুখে একটু ভাল কথাই যথেষ্ট ।ভাইয়া আপনার এই কবিতাটা আপনার আম্মাকে পড়ে শুনান দেখবেন খালামনি অনেক খুশী হবে লক্ষ টাকা দিয়েও আপনি এমন খুশী কিনতে পারবেন না ।
২২ জুলাই ২০১৪ রাত ০৩:৫৯
191780
কথার_খই লিখেছেন : ধন্যবাদ পরামর্শের জন্য, দেখি সময় সুযোগ পরিবেশ হয় কিনা!
247280
২২ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৪৪
মু. মিজানুর রহমান মিজান (এম. আর. এম.) লিখেছেন : মাগো মা বুজিনা আমি তোমার মনের গুপ্ত কষ্ট ,
মাগো আমার জন্য করেছ তুমি হরেক সুখের সময় নষ্ট।

@ মা!
২২ জুলাই ২০১৪ রাত ০৮:২৭
191999
কথার_খই লিখেছেন : মা তুলনা শুধু মা'ই
247576
২৩ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
কাঠ পেন্সিল লিখেছেন : ভালো লাগছে…
২৪ জুলাই ২০১৪ সকাল ০৬:৩৯
192348
কথার_খই লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File