আমরা শিশু আমাদের অধিকার চাই...
লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ জুলাই, ২০১৪, ০২:১৬:৪০ দুপুর
আর কত কাল অবহেলিত হবো-
আমরা অসময়ে করে শ্রম?
আমাদের শ্রম দেখে কেন
কর্তার মন্ হয়না নরম?
আমাদের সম্ভবনার অঙকুর
কেন প্রতিনিয়ত নষ্ট হয়?
কবে আসবে আমাদের নিয়ে সমাজের-
দয়ীত্ববোধ, কবে আসবে আমাদের জয়।
আমরা ও দেখি সম্ভবনার আলো
প্রতিদিন সূর্যের সাথে উটে,
আমাদের সম্ভবনার অন্ন বস্ত্র পড়া-
ধনবান'রা নেয় লুটে !!!
কোথায় অধিকার আমাদের
অন্ন, বস্ত্র, স্বাস্থ পড়া ,
আমাদের অধিকারের প্রতি
নড়বে কবে ধনবানদের মনের কড়া ?
আমরা আমাদের অধিকার চাই
চাইনা বিশাল অট্রলিকা ,
আমরা চাই অন্ন, বস্ত্র, চাই-
মায়া মমতা, চাই নৈতিক শিক্ষা ।।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
এই লখাটি প্রধান উদ্দেশ্য হল মানবতার
পক্ষে , মানুষের পক্ষে , ভাবনা চিন্তার সমান্যতম অবকাশ !!
আমাদের দেশে ধনবান মানুষের অভাব নেই তাদের প্রতি -
আহবান রাখছি , সমাজের অবহিলিত মানুষের দিখে একটু সহানভুতির নজর দিতে ।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন