টুডে ব্লগ নিয়ে আমার প্রত্যাশা বনাম হতাশা
লিখেছেন লিখেছেন কথার_খই ০৪ জুলাই, ২০১৪, ০২:৪৫:৪৭ রাত
মত প্রকাশের স্বাধীনতা পেয়ে প্রত্যাশার আলো আমার চারদিকে আনন্দের ঢেউ তুলে সময়ের পরিক্রমায়, লেখক নয় আমি তবু যেন লিখি মনের আনন্দে আবেগে!!
♩
♬
^
কতটুকু ব্লগিং হয় জানিনা, লেখায় মন্তব্য আসে তার জবাবও দিই!! পাঠকেরা কেউ সহমত কেউ ভিন্নমত!!
ব্লগারা অনেকে উৎসাহ দেয়, ভালো লাগলো, ধন্যবাদ, সুন্দর লিখেছেন ইত্যাদি মন্তব্য করে।
কিন্তু আমি তিপ্তি পাইনা!!!!
কারণ আমি যেভাবে চাই ঠিক সেভাবে লেখাটি প্রকাশ পাইনা যদি লিখি কবিতা চন্দ মিলিয়ে হয়ে যায় গদ্যের মত!!
আমি চাই এভাবে প্রকাশ হোক লেখাটি .....
কিন্তু প্রকাশ হয় এভাবে.....
তখন হতাশ হয়ে পড়ি....!!!
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তৃপ্তি পান না বলে লিখলাম না যে >
ভালো লাগলো, ধন্যবাদ, সুন্দর লিখেছেন ইত্যাদি...
তবে শুভকামনা করবোই
ভালো থাকবেন কথার খৈ...
কারণ আমি যেভাবে চাই ঠিক সেভাবে লেখাটি প্রকাশ পাইনা যদি লিখি কবিতা চন্দ মিলিয়ে হয়ে যায় গদ্যের মত!!
আমি চাই এভাবে প্রকাশ হোক লেখাটি .....
কিন্তু প্রকাশ হয় এভাবে.....
তখন হতাশ হয়ে পড়ি....!!!
সম্পাদক সাহেব একটু খেয়ালী হলেইতো জানে বেঁচে যায়।
মন্তব্য করতে লগইন করুন