রোজা রাখতে হবে??? রোজা আমার কাছে বোঝা!!! ছবি সহ দিলাম

লিখেছেন লিখেছেন কথার_খই ২৯ জুন, ২০১৪, ০৩:৩০:১০ রাত

Call Me

Wave

Wave

রোজা আমার কাছে আজ

হয়ে গেল বোঝা?



রোজা থাকতে হবেনা ভাবতেই

মনটা হয়ে গেল সোজা!!!

রোজা রাখতে হবে তবুও

আল্লাহর নির্দেশ মেনে,

মন আজ উৎফুল্ল রোজা

রাখার ফজিলত গুলো জেনে।



রোজার মাস শুরু হল

আছি সুদূর প্রবাসে,

পুরো মাস রোজা রাখব

মহান আল্লাহকে ভালবেসে।



রোজা শুধু রোজা নয় এটি শিক্ষা

অভাবি জনদের বুঝার জন্য,

অভাবি জনদের দুঃখ বুঝলে

আখেরাতের জীবন হবে ধন্য।



রোজা যদি হয় লোক দেখনো

পুরণ হবেনা মূল উদ্দেশ্য রোজার,

ফরজ পাঁচ ওয়াক্ত নামাজের সাথে আদায় করতে হবে নামাজ তারাবির।



নামাজ আদায়ের সাথে সাথে

বলতে হবে সত্য কথা,

রোজা রেখে জাড়াবোনা আমরা

অনৈতিক তর্কে অযথা।



তর্ক শুধু মন্দ বাড়ায় দেখি

আমরা হরেক জনে,

তর্কে বাড়ে তিক্ত কথা

মন ভাঙ্গে নি:স প্রয়োজনে!!



রোজা রেখে সবে মিলে

প্রতিঙ্গা করি মন্দ করব দূর,

আল্লাহর পথে খুশি মনে

হয় যেন আমার শেষ সুর।



বিষয়: বিবিধ

২৪৫৯ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239852
২৯ জুন ২০১৪ সকাল ০৬:০৪
তহুরা লিখেছেন :
২৯ জুন ২০১৪ সকাল ০৬:১৮
186115
কথার_খই লিখেছেন : হ্য তাই
239860
২৯ জুন ২০১৪ সকাল ০৬:২৪
রাইয়ান লিখেছেন : সুন্দর লিখেছেন....রামাদান কারীম ।
২৯ জুন ২০১৪ সকাল ০৬:৪০
186121
কথার_খই লিখেছেন : রামাদান কারীম Good Luck
239862
২৯ জুন ২০১৪ সকাল ০৬:৩০
তহুরা লিখেছেন :



২৯ জুন ২০১৪ সকাল ০৬:৪৪
186122
কথার_খই লিখেছেন : সহমত
239894
২৯ জুন ২০১৪ সকাল ০৯:৩১
হতভাগা লিখেছেন : চমতকার পোস্ট(ডবল) দিয়েছেন ।






১লা জুলাইয়ের পত্রিকাগুলোর প্রথম/শেষ পাতাতে এই ছবির বিপরীত একটা ছবি দেখতে পাবেন - ইনশা আল্লাহ ।

২৯ জুন ২০১৪ সকাল ১১:৫৫
186159
কথার_খই লিখেছেন : ডবল হওয়াতে দুঃখিত
........ইনশাআল্লাহ
239930
২৯ জুন ২০১৪ দুপুর ১২:২৬
দ্য স্লেভ লিখেছেন : আল্লাহ যেন আমাকে শাস্তি না দেন। তিনি যেন আমাকে ক্ষমা করেন।
২৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
186213
কথার_খই লিখেছেন : আল্লাহ যেন আমাকেও শাস্তি না দেন। তিনি যেন আমাকেও ক্ষমা করেন, আমিন
239940
২৯ জুন ২০১৪ দুপুর ১২:৪৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
২৯ জুন ২০১৪ দুপুর ০২:৪৩
186214
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
240043
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:২৮
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : রামাদান কারিম ভাইয়া ,,আমাদের সবার জীবনে এই মাসটি পরিবর্তনের মাস হোক সেই প্রত্যাশা।
২৯ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
186266
কথার_খই লিখেছেন : আমাদের সবার জীবনে এই মাসটি পরিবর্তনের মাস হোক সেই প্রত্যাশা।
প্রত্যাশা পুরণের অপেক্ষায় থাকুক আল্লাহর প্রতি ভালবাসা
240165
৩০ জুন ২০১৪ রাত ০১:৩২
প্যারিস থেকে আমি লিখেছেন : দুইবার হয়ে গিয়েছে , এডিট করুন। চমৎকার লিখেছেন।
৩০ জুন ২০১৪ রাত ০২:২৩
186342
কথার_খই লিখেছেন : এডিট করলাম! আপনাকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File