তুমি বুঝবে তুমি মানবে এটাই আমার মনের আশা, সংসার জীবনে...... ছবি ব্লগ যারা বুঝতে চাননা তাদের জন্য নয়
লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ জুন, ২০১৪, ১০:০৯:৪৭ সকাল
যেমন ভালোবাসি তেমন ভালবাসা পেতে চাই আমি,
ভালবাসার মানুষের কাছে ভালবাসা সব সময় দামী!
তুমি বুঝবে তুমি মানবে এটাই আমার মনের আশা,
সংসার জীবনে সুখের জন্য চাই শুধু ভালবাসা শুধুই ভালবাসা।
তোমার চাওয়া আমার চাওয়া হতে হবে একই সিমানায়,
দু'জন মিলে এক হয়ে সমস্যা গুলোকে করে দেব বিদায়।
সমস্যা এলে মন খারাপ এটা বুদ্ধিমানের কাজ নয়,
বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই জীবনের জয়।
যে রকম চাই সে রকম সব কিছু হবে এটা ভুল ধারণা,
কিছু দেওয়া কিছু পাওয়ার মাঝে মানুষকে খুজেঁ নিতে হয় শান্তনা।
সুখ দুঃখ সব আল্লাহতায়ালার দান যুগে যুগে প্রমাণিত,
মনে দুঃখ এলে প্রমাণ হয় মানুষের ধর্য্য শক্তি কত।
ধর্য্য যার আছে সে সবার আদর স্নেহ পায় অনায়াসে,
ধর্য্য ধারণ কারিদের মহান আল্লাহতায়ালা কুব বেশী ভালবেসে।
ভালবাসা পেতে হলে ত্যাগ শিকার করতে হয় বুঝে নিও,
বুদ্ধি কাজে লাগিয়ে তুমি নিজের পরিবারে দিও কিছু সুখ শান্তি দিও।
সুখ দিতে পারলে তুমিও সুখী হবে একদিন কথাটি ভেবেচিন্তে দেখো,
অনুরোধ করে বলছি আমার এই কথা গুলো তুমি মনে রেখো।
বিস্তারিত এখনে....[url href="http:// href="http:// http://www.somewhereinblog.net/blog/habib123best/29960627" target="_blank"]Click this link[/url" target="_blank"]Click this link[/url]
বিষয়: বিবিধ
২১৯১ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্যাপারটা ক্লিয়ার করলে ভাল হয় ।
মন্তব্য করতে লগইন করুন