তুমি বুঝবে তুমি মানবে এটাই আমার মনের আশা, সংসার জীবনে...... ছবি ব্লগ যারা বুঝতে চাননা তাদের  জন্য নয়

লিখেছেন লিখেছেন কথার_খই ২৫ জুন, ২০১৪, ১০:০৯:৪৭ সকাল

যেমন ভালোবাসি তেমন ভালবাসা পেতে চাই আমি,

ভালবাসার মানুষের কাছে ভালবাসা সব সময় দামী!

তুমি বুঝবে তুমি মানবে এটাই আমার মনের আশা,

সংসার জীবনে সুখের জন্য চাই শুধু ভালবাসা শুধুই ভালবাসা।

তোমার চাওয়া আমার চাওয়া হতে হবে একই সিমানায়,

দু'জন মিলে এক হয়ে সমস্যা গুলোকে করে দেব বিদায়।

সমস্যা এলে মন খারাপ এটা বুদ্ধিমানের কাজ নয়,

বুদ্ধি কাজে লাগিয়ে এগিয়ে যাওয়াই জীবনের জয়।

যে রকম চাই সে রকম সব কিছু হবে এটা ভুল ধারণা,

কিছু দেওয়া কিছু পাওয়ার মাঝে মানুষকে খুজেঁ নিতে হয় শান্তনা।

সুখ দুঃখ সব আল্লাহতায়ালার দান যুগে যুগে প্রমাণিত,

মনে দুঃখ এলে প্রমাণ হয় মানুষের ধর্য্য শক্তি কত।

ধর্য্য যার আছে সে সবার আদর স্নেহ পায় অনায়াসে,

ধর্য্য ধারণ কারিদের মহান আল্লাহতায়ালা কুব বেশী ভালবেসে।

ভালবাসা পেতে হলে ত্যাগ শিকার করতে হয় বুঝে নিও,

বুদ্ধি কাজে লাগিয়ে তুমি নিজের পরিবারে দিও কিছু সুখ শান্তি দিও।

সুখ দিতে পারলে তুমিও সুখী হবে একদিন কথাটি ভেবেচিন্তে দেখো,

অনুরোধ করে বলছি আমার এই কথা গুলো তুমি মনে রেখো।



বিস্তারিত এখনে....[url href="http:// href="http:// http://www.somewhereinblog.net/blog/habib123best/29960627" target="_blank"]Click this link[/url" target="_blank"]Click this link[/url]

বিষয়: বিবিধ

২১৯১ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

238643
২৫ জুন ২০১৪ সকাল ১১:০৫
আবুনোভা লিখেছেন : জটিল!
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪০
185202
কথার_খই লিখেছেন : জটিল মনে করলে আমি যাব কই?
238672
২৫ জুন ২০১৪ সকাল ১১:৫৬
দ্য স্লেভ লিখেছেন : কঠিন
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৩
185203
কথার_খই লিখেছেন : দ্য স্লেভ কঠিন মনে করাতে আমার মন ভেঙে কানাকানি হয়ে যাচ্ছে!কারন দ্য স্লেভ এর লেখা গুলো মাঝে মাঝে পড়ি!!
২৬ জুন ২০১৪ রাত ০২:১৪
185430
দ্য স্লেভ লিখেছেন : ওরে ভাই, ভুল বুঝেছেন। আমার স্থানীয় ভাষায়, যদি বলা হয় কঠিন ! তার অর্থ হল সুপার। তোকে কঠিন লাগছে। মানে হল তোকে চমৎকার লাগছে....Happy Happy Happy আপনি কঠিন লিখেছেন..Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২৬ জুন ২০১৪ রাত ০২:৩৬
185452
কথার_খই লিখেছেন : কঠিন শব্দের অর্থ সুপার এ প্রথম জানলাম!! আপনি কোন জেলার?
২৬ জুন ২০১৪ রাত ০৪:৪৩
185467
দ্য স্লেভ লিখেছেন : যশোর
238678
২৫ জুন ২০১৪ দুপুর ১২:০০
প্রবাসী আশরাফ লিখেছেন : লম্বাপুংক্তিমালার কাব্য হলেও তাল ঠিক রেখে অনেক গুরুত্বপূর্ন কিছু জীবনঘনিষ্ট বার্তা ফুটে উঠেছে। ভাললাগার অবস্থান থেকে আন্তরিক ধন্যবাদ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৪
185204
কথার_খই লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
238686
২৫ জুন ২০১৪ দুপুর ১২:১১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৫
185206
কথার_খই লিখেছেন : আপনাকে ও ধন্যবাদ
238705
২৫ জুন ২০১৪ দুপুর ১২:৫৯
হতভাগা লিখেছেন : সামুতের ছবি দিয়েছেন ১০ টা , আর এখানে মাত্র ২ টা ।

ব্যাপারটা ক্লিয়ার করলে ভাল হয় ।
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
185207
কথার_খই লিখেছেন : ছবি ব্যাপারে বলতে চাই ""এখানে "" আপলোড করতে সমস্যা একটু বেশী
238737
২৫ জুন ২০১৪ দুপুর ০৩:০৮
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
২৫ জুন ২০১৪ বিকাল ০৪:৪৮
185208
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
238998
২৬ জুন ২০১৪ সকাল ০৫:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো খুব ভালো।
২৬ জুন ২০১৪ সকাল ০৯:৫৯
185497
কথার_খই লিখেছেন : ধনু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File