তাকে নিজের বলে গ্রহণ করছি নিজেকে তার উপর সপে দিয়েছি

লিখেছেন লিখেছেন কথার_খই ১৪ জুন, ২০১৪, ০১:০৫:৫৫ দুপুর

যাকে ভালোবাসি যাকে নিয়ে প্রতিদিন সুখ স্বপ্ন দেখি সে আমাকে বিশ্বাস করেনা!!

অবিশ্বাসের সেই যন্ত্রনায় নিজে অন্ধকারাচ্ছন্ন মন নিয়ে অঝোরে কেঁদেছি, তবুও মন থেকে সে সরে যায়নি, ভালবাসা ভরা মনে তাকে লালন করেছি,

জানিনা কখনো বিশ্বাস অর্জন করতে পারব কিনা, যদি পারি নিজেকে সুখী মানুষ হিসেবে খূঁজে পাব নিজে!!

যদি তার বিশ্বাস অর্জন করতে না পারি দুঃখের জ্বলন্ত আগুন বুকে ধারণ করে জীবনের অংশ গুলো দুঃখে দুঃখে পাড়ি দিত হবে!!

হয়তো লেখাটি পড়ে অনেকে প্রশ্ন তুলবেন পৃথিবীতে এক জন মানুষের বিশ্বাস করা না করা নিয়ে এত দুঃখ বা যন্ত্রনার কি আছে?

আমি বলি দুঃখ যন্ত্রনার অনেক কারণ আছে......

তাকে নিজের বলে গ্রহণ করছি নিজেকে তার উপর সপে দিয়েছি

তাকে গ্রহণ করার পর থেমে থাকেনি মন,

মন শুধু তাকে লালন করেছে স্বযতনে নি:স্পাপ স্বপ্নের অন্তত মোহনায় প্রতিনিয়ত, স্বপ্নের সেই মোহ শুধু স্বপ্ন নয় একটি জীবনের অপূর্ণাঙ্গ বাস্তবতা।।

নিজেকে যেদিন তার উপর সপে দিয়েছি, সেদিন থেকে নিজেকে নিজের বলে ভাবিনি, ভালবাসার অধিকারভুক্ত করে সুখ দেব সুখ নেব ভেবেছি!

বিঃদ্রঃ- প্রিয় পাঠক লেখাটি যদি কারও জীবনের সাথে মিলে যায়, মনে কষ্ট পান, অনুগ্রহ করে ক্ষমা করবেন, মন বিষন কষ্ট হচ্ছিল তাই শেয়ার করলাম!!

বিষয়: বিবিধ

১৫৬৩ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

234703
১৪ জুন ২০১৪ দুপুর ০১:২০
নিউজ ওয়াচ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৬
181429
কথার_খই লিখেছেন : আপনি কেন এত লাফালাফি করছেন?
234704
১৪ জুন ২০১৪ দুপুর ০১:২১
নোমান২৯ লিখেছেন :
কোন সমস্যা ?
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
181430
কথার_খই লিখেছেন : সমস্যা না থাকলে কি এতো কথা হয়?
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:৪৬
181456
নোমান২৯ লিখেছেন : বলে ফেলেন ? দেখি কিছু করতে পারি কি না ?
Good Luck Good Luck Good Luck Happy Happy Happy
১৪ জুন ২০১৪ রাত ০৯:০৫
181487
কথার_খই লিখেছেন : ইতিমধ্যে গুলোতে প্রকাশ পেয়েছে মন্তব্যের মাধ্যমে
১৪ জুন ২০১৪ রাত ০৯:১৮
181489
নোমান২৯ লিখেছেন : একটি গোলাপ লুকিয়ে রেখে দিন এমন কোন জায়গায় যেন তিনি হঠাত দেখেন ।সাথে একটি পত্তর থাকতে পারে।সর্যি,লাভ ইত্যাদি শব্দ সংবলিত ।কাজ দিতে পারে ।Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১৫ জুন ২০১৪ রাত ১২:৪০
181557
কথার_খই লিখেছেন : সুন্দর পরামর্শ! দেখি কজে লাগে
কিনা, আসলে ভালবাসা একতরফা মজা পওয়া যায়না!
234718
১৪ জুন ২০১৪ দুপুর ০২:০০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : মহান আল্লাহ আপনার মনের কষ্ট দুর করে দিন। আমিন।
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৮
181431
কথার_খই লিখেছেন : চুম্মা আমিন
234721
১৪ জুন ২০১৪ দুপুর ০২:১৯
ধন্যবাদ লিখেছেন : আমি তার জন্য, সেও তার জন্য.
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:২৯
181432
কথার_খই লিখেছেন : তাই?
234722
১৪ জুন ২০১৪ দুপুর ০২:২২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভাইয়া, আপনার আবার কি হলো? ভাবি রাগ টাগ করেছে নাকি? Crying Crying Frustrated Frustrated Crying Crying
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩০
181433
কথার_খই লিখেছেন : আরে ভাই বুজেও না বুজার ভান ধর খ্যা?
234729
১৪ জুন ২০১৪ দুপুর ০২:৫৪
আফরা লিখেছেন : আপনার এই লেখাটা তাকে পড়তে দিন তাহলেই তার ভুল ভেংগে যাবে আপনার ও কষ্ট দুর হয়ে যাবে ।
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩১
181434
কথার_খই লিখেছেন : পরামর্শের জন্য ধন্যবাদ
234754
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:০৫
হতভাগা লিখেছেন : 'জানিনা কখনো বিশ্বাস অর্জন করতে পারব কিনা, যদি পারি নিজেকে সুখী মানুষ হিসেবে খূঁজে পাব নিজে!!''

''নিজেকে যেদিন তার উপর সপে দিয়েছি, সেদিন থেকে নিজেকে নিজের বলে ভাবিনি, ভালবাসার অধিকারভুক্ত করে সুখ দেব সুখ নেব ভেবেছি!''

০ এটা এক ধরনের খেলা । এ খেলার ধরন হল - কাউকে কিছু না দিয়ে তার কাছ থেকে ১৬ আনার উপর ৩২ আনা উসুল করা ।

বোঝাই যাচ্ছে এই খেলায় আপনি বোকার মত আগেই দেওয়া শুরু করেছেন ফলে যন্ত্রনায় ( বিশ্বাস করে বিশ্বাস অর্জনের ব্যর্থতায়) ভুগছেন । তার উপর নিজেকে সপে দিয়ে চরম বোকামীর কাজটা করেছেন মার্সেলোর মত ।

নেইমার-অস্কার (আত্মসন্মান) না থাকলে পরাজয় নিশ্চিত ।
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩৫
181435
কথার_খই লিখেছেন : অসাধারণ মন্তব্য! লেখাটি পড়ে যা আপনি যা ভেবেছেন আসলে আমি তাই! আমি বড় বেশি বোকা!!!
234759
১৪ জুন ২০১৪ বিকাল ০৪:২৩
আওণ রাহ'বার লিখেছেন : ছবি দেখেই তো মন খুশি হয়ে যাওয়ার কথা।Happy
১৪ জুন ২০১৪ বিকাল ০৫:৩৬
181436
কথার_খই লিখেছেন : মন খুশি করতে গিয়ে তো যত সব যন্ত্রণা!!
234783
১৪ জুন ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
সন্ধাতারা লিখেছেন : Allah will help you and give you peace brother.
১৪ জুন ২০১৪ রাত ০৯:০৩
181485
কথার_খই লিখেছেন : ধন্যবাদ
১০
239846
২৯ জুন ২০১৪ সকাল ০৫:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : যান ক্ষমা করে দিলাম। যদিও আমার সাথে মিলেনি।
২৯ জুন ২০১৪ সকাল ০৬:২২
186118
কথার_খই লিখেছেন :
বিঃদ্রঃ- প্রিয় পাঠক লেখাটি যদি কারও জীবনের সাথে মিলে যায়, মনে কষ্ট পান, অনুগ্রহ করে ক্ষমা করবেন, মন বিষন কষ্ট হচ্ছিল তাই শেয়ার করলাম!! কি ক্ষমা করলেন???? Surprised

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File