মনে প্রশ্ন থেকে যায় আমার পরিবার আমার দুঃখ, যন্ত্রনা, হাহাকার কি কখনো বুঝতে চেষ্টা করে?

লিখেছেন লিখেছেন কথার_খই ০৮ জুন, ২০১৪, ১২:৩৩:১৯ দুপুর

প্রবাস জীবন এক কষ্ট যন্ত্রনা হাহাকার বিলাস..... যা প্রবাসী মাত্রই বুঝতে স্বক্ষম, প্রবাস জীবনে কষ্টের ভেতরে সুখের জ্যান্ত আভা কাজ করে!!

প্রতিদিন আমরা কাজে যায় কাজ শেষে বাসায় ফিরি.....

শত কষ্ট বুকে ছাপা দিই যখন জানতে পারি মা বাবা ভাই বোন তথা "পরিবার" আমার পাঠানো সমান্য টাকায় সুখে আছে।



নিজের ভেতর সুখ অনুভব করি

মন উটে আনন্দে হেসে,

পরিবারের শত স্নেহ আদর

সৃতির পাতায় ভাসে!!

মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা

করি সুখী কর মোর পরিবার।

আমি অসুখী হলেও নহে

এ অধমের মন আঁধার!!

আমার চাওয়া শুধু শান্তি

পরিবার তথা সমাজে,

শান্তি এলে বুঝব আমি আমার কষ্ট যন্ত্রনা হাহাকার এসেছে কাজে!!



বিষয়: বিবিধ

২২৮৩ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

232249
০৮ জুন ২০১৪ দুপুর ১২:৫০
ভিশু লিখেছেন : সত্যিই খুব কষ্ট! অনেক অন্নেক ভালোবাসা রইলো আপনাদের জন্য... Big Hug Good Luck Rose Love Struck Angel Star Bee Day Dreaming
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
179159
কথার_খই লিখেছেন : আপনার জন্যও ভালবাসা রহিলো
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:১৩
179160
কথার_খই লিখেছেন : আপনার জন্যও ভালবাসা রহিলো
232255
০৮ জুন ২০১৪ দুপুর ০১:০০
হতভাগা লিখেছেন : ''মনে প্রশ্ন থেকে যায় আমার পরিবার আমার দুঃখ, যন্ত্রনা, হাহাকার কি কখনো বুঝতে চেষ্টা করে? ''

০ এই পরিবার তাদের জমি জমা বিক্রি করে বা বন্ধক রেখে , অনেক ধার কর্জ করে আপনাদেরকে বিদেশে পাঠায় । তারা চায় আপনি প্রতিষ্ঠিত হোন ফলে আপনার সাথে সাথে উনাদের দিনও যাতে ফিরে আসে ।

সেই শিশুকাল থেকে লালন পালন করা থেকে আপনাকে বিদেশে পাঠানোর বন্দোবস্ত - সব কিছুই করেছে আপনার পরিবার । আপনার একটা গতির জন্য তারা নিজেদের সারা জীবনের সন্চয় ত্যাগ করেছে ।

পরিবার যখন আপনার জন্য এসব করে তখন আপনারা পরিবারের দুঃখ, যন্ত্রনা, হাহাকার কি বুঝতে চেষ্টা করেন?

ছোট ছোট ভাই বোনদের কতটা অনিশ্চিত অবস্থায় রেখে পরিবার আপনাকেই বেশী গুরুত্ব দিয়েছে সেটা কি কখনও চিন্তাতে এনেছেন ?

যে খাটুনীটা বিদেশে দিচ্ছেন কখনও কি একটুও চিন্তা করেছেন যে দেশে এর অর্ধেক করলেও ভালই বেচে বর্তে চলতে পারতেন?
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
179167
কথার_খই লিখেছেন : আপনার যুক্তির কাছে আমার নিরবতা পালনই যতেষ্ট,
তবু দুটি কথা.....আপনার যুক্তির উত্তর পোস্টেই দেয়া আছে!!
আপনি শুধু লিখলেন শিরোনাম নিয়ে,
232302
০৮ জুন ২০১৪ দুপুর ০২:০৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : প্রবাসে যাইনি বলেই হয়তো একটু কম বুঝি! তবে হ্যা প্রবাসীদের কষ্ট তখনি সার্থক হবে দেশটা যখন শান্তিতে থাকবে, দূর প্রবাসে তাদের মনটাও ভালো থাকবে....
০৮ জুন ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
179168
কথার_খই লিখেছেন : Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File