সমাজের উন্নতির জন্য 'সাঈদী' ধর্ম ছেড়ে মানুষ নিজেকে করেছে বাজারের পন্য !
লিখেছেন লিখেছেন কথার_খই ০২ জুন, ২০১৪, ০২:০৫:৫৮ রাত
সাঈদীকে যারা যুদ্ধ অপরাধী বলে-
তারা নাস্তিক তারা ধর্ম বিরোধী ,
কোন ধর্মের সুশিক্ষিত মানুষ বলতে-
পারেনা সাঈদী যুদ্ধ অপরাধী !!
সাঈদীর বক্তব্যে ছিল প্রতিনিয়ত
শান্তি এবং সত্যের বারতা ,
তাই ধর্মহীন মানুষের মনে
আজকের এ হাহাকার এ ব্যথা !!
ধর্মহীন মানুষ মানে
নষ্ট চরিত্রের অধিকারী ,
ধর্মহীন মানুষেরা সুদ, মদ,
জুয়া এবং গাণ্জারী !!
ধর্মের পথে সাঈদীর আহবান
সমাজের উন্নতির জন্য ,
এখন ধর্ম ছেড়ে মানুষ নিজেকে
করেছে বাজারের পন্য !
মানুষ পন্য হওয়া মানে
সমাজ ধ্বংস করার প্রতিযোগীতা ,
ধ্বংস থেকে সমাজকে রক্ষা করতে
অনুভব করি সাঈদীর মত মানুষের প্রযোজনীয়তা ।
নষ্ট সমাজের উন্নতির জন্য প্রত্যাহার করতে হবে
সাঈদীর বিরোদ্ধে মিথ্যা মামলা ,
নয়তো ভাংব আমরা ভাংব
ঐ ধর্ম বিরোধীর বন্দীশালা ।।
---------------------------------------
বিষয়: বিবিধ
১০৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন