লজ্জা এবং লজ্জার বিষয় বস্তু
লিখেছেন লিখেছেন কথার_খই ১৯ মে, ২০১৪, ০৮:২৬:০৫ রাত
লজ্জা এবং লজ্জার বিষয় বস্তু
লজ্জার কথা বলতে গেলে
থমকে দাড়াই আমি,
লজ্জার প্রকার দেখে ভাবি
মনের গুরুত্ব অনেখ দামী।
লজ্জা পাই আমরা-
সত্য কথা বুজিয়ে বলতে!
লজ্জা পাই আমরা
''মৌলবাদী'' কথাটি শুনতে!!
মৌলবাদী অর্থ কি ? মৌলবাদী-
অর্থ মূলনীতি অনুসরন করা,
মৌলবাদী না হলে কি করে
দেব আল-কোরআনের পাহারা।?
কোরআনের কোন নীতিই ''বলেনি'' মানবতার বিরুদ্দে কথা,
আমারা মানুষেরা কোরআনের
কথা না মেনে পৃথিবীকে অশান্ত করেছি অযথা।
পাহারা বলতে বুজাচ্ছি আমি
প্রচার করা চার দিখে,
প্রচারের মাধ্যমে আমরা
নিজেরাও যেন নিয় শিখে।
আমাদের লজ্জা করা উচিৎ
মিত্যা কথা বলতে গিয়ে,
লজ্জা করা উচিৎ আরো
ঘুষ নিতে অথবা দিতে গিয়ে।
লজ্জা করা উচিৎ অবশ্যই
সুদের লেন দেন ভাবনায়,
লজ্জা পাওয়া চাই বিয়ের আগে
নারী পুরুষের ভালোবাসায়।
লজ্জা করা চাই দূর্ননীতির মাধ্যমে-
অর্থ অর্জন করতে গিয়ে,
আরো লজ্জা করা চাই ''নারীকে''
অর্থনৈতিক প্রেসার দিতে গিয়ে।
অমাদের লজ্জা পাওয়া চাই
দিয়ে বিষয়ের প্রাধান্য,
তবেই আমাদের জীবনের কাজ
আখেরাতে আমাদের করবে ধন্য।
কোন বিষয়ে লজ্জা পেতে হবে
কোন বিষয়ে থাকব লজ্জাহীন,
জানতে পড়তে হবে কোরআন হাদীস কোরআন হাদীসের বাণী অমলিন।
.................................. .....
বন্ধুরা আমার কোন কথায় ভুল দেখলে অনুগ্রহ করে জানাবেন , যেন ভুল থেকে বাঁচে থাকতে পারি।
বিষয়: বিবিধ
২২৪৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন